রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে বরাবর শক্ত ঠাঁই কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের রেকর্ড অন্তত তেমনটাই বলছে। কেকেআর বরাবর লজ্জায় ফেলেছে বিরাট কোহলিদের। এবারও তার অন্যথা হল না।







কলকাতার কাছে বল বাকি থাকার নিরিখে সবথেকে বড় ব্যবধানে হারের মুখ দেখতে হল আরসিবিকে। আবু ধাবিতে আইপিএল ২০২১-এর ফিরতি লেগে কেকেআর ম্যাচ জেতে ১০ ওভার অর্থাৎ ৬০ বল বাকি থাকতে।
তবে এর আগেও কেকেআরের কাছে বড় ব্যবধানে বিধ্বস্ত হতে হয়েছে কোহলিদের।
প্রথমত, আইপিএলে আরসিবির সবথেকে কম রানে গুটিয়ে যাওয়া ৬টি ইনিংসের মধ্যে ৩টি কলকাতার বিরুদ্ধে।







১. ৪৯ বনাম কেকেআর (কলকাতা, ২০১৭)
২. ৭০ বনাম রাজস্থান (আবু ধাবি, ২০১৪)
৩. ৭০ বনাম সিএসকে (চেন্নাই, ২০১৯)
৪. ৮২ বনাম কেকেআর (বেঙ্গালুরু, ২০০৮)
৫. ৮৭ বনাম সিএসকে (পোর্ট এলিজাবেথ, ২০০৯)
৬. ৯২ বনাম কেকেআর (আবু ধাবি, ২০২১)







দ্বিতীয়ত, ভেস্তে যাওয়া ম্যাচ ছাড়া এই নিয়ে মোট তিনটি ইনিংসে আরসিবির কোনও ক্রিকেটার ছক্কা হাঁকাতে পারেননি। তিনবারই কলকাতার বিরুদ্ধে।
১. বনাম কেকেআর (কলকাতা, ২০১৭)
২. বনাম কেকেআর (আবু ধাবি, ২০২০)
৩. বনাম কেকেআর (আবু ধাবি, ২০২১)
তাছাড়া কেকেআর রানের নিরিখে (১৪০ রানের ব্যবধানে) ও বল বাকি থাকার নিরিখে (৬০ বল) আইপিএলের ইতিহাসে সবথকে বড় জয় পেয়েছে ব্যাঙ্গালোরের বিরুদ্ধেই।






