ফের ধোনির ব্যাটিং নিয়ে মুখ খুললেন গম্ভীর!

আইপিএলের দ্বিতীয় ভাগেও তড়তড়িয়ে এগোচ্ছে চেন্নাই সুপার কিংসের গাড়ি। নাগাড়ে পাঁচ ম্যাচ জিতে শেষ চারে প্রায় জায়গা পাকা করে ফেলেছে সিএসকে।

তবে অধিনায়কত্বে বাজিমাত করলেও ব্যাটার ধোনি কিন্তু এখনও তেমনভাবে বলের মতো ইনিংস খেলতে পারেননি। এবার ব্যাটার মহেন্দ্র সিং ধোনিকে পরামর্শ দিলেন গৌতম গম্ভীর।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ধোনি ম্যাচের শেষ অবধি থেকে দলকে জেতালেও, তা ছিল নিয়মরক্ষা মাত্র। ধোনির ব্যাটে নামার আগেই সিএসকের জয় সুনিশ্চিত হয়ে গিয়েছিল।

ধোনি এখনও অবধি খুব বেশি ব্যাটিং করেননি। তাই শেষ চারে দলের জায়গা পাকা হলেই ধোনিকে চার নম্বরে ব্যাটে নামার পরামর্শ দিয়েছেন গম্ভীর।

Star Sports-এ পর্যালোচনায় গৌতি বলেন, ‘সিএসকে প্লে অফের জন্য কোয়ালিফাই করে গেলে ধোনিকে চার নম্বরে ব্যাট করা উচিত।

দল প্রথম ব্যাট করুক বা দ্বিতীয় ইনিংসে রান তাড়া করার লক্ষ্যে থাকুক, যাই পরিস্থিতি হোক না কেন, ওর ওপরের দিকে ব্যাটে নামে ক্রিজে সময় কাটানো দরকার।

আমি এই পরিবর্তনটাই দেখতে চাইব। অধিনায়ক হওয়ার সুবিধা এটাই, ওই চাইলেই নিজে ওপেরর ব্য়াট করার সিদ্ধান্ত নিতে পারে।’

তবে হঠাৎ কেন ধোনিকে ওপরে নামার পরামর্শ দিলেন গম্ভীর নিজের মতামত ব্যাখা করে তিনি বলেন,

‘সবসময় দলের তিন-চার নম্বর ব্যাটসম্যান রান পাবে না। ওর একটু বেশি ব্যাট করা দরকার। যত ব্যাট করবে, ততই ছন্দে ফিরতে সুবিধা হবে ওর।

প্লে অফে কোয়ালিফাই করার পর কোন ম্যাচে টপ অর্ডার খারাপ খেললে ধোনির ওপর চাপ আসবে এবং সেই সময় সুযোগ পেয়ে বেশি ব্যাট না করায়, ব্যর্থ যেন না হতে হয় ওকে।’

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *