ফুটবল বিশ্বে সুনীল ছেত্রীর সামনে এখন শুধু মাত্র মেসি

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে বুধবার মালের জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল মালদ্বীপ ও ভারত।

ফাইনালে উঠার এই লড়ায়ে ৩-১ গোলে জয়লাভ করেছে ভারত। ম্যাচে ভারতের অধিনায়ক সুনীল ছেত্রী জোড়া গোল করেন।

ফলে আন্তর্জাতিক ফুটবলে ভারতের হয়ে ছেত্রীর গোলসংখ্যা দাঁড়াল ৭৯-এ।

তিনটি বিশ্বকাপ জেতা কিংবদন্তি পেলে ব্রাজিলের জার্সি গায়ে ৭৭টি গোল করেছিলেন।

গত ম্যাচেই গোলসংখ্যায় পেলেকে ছুঁয়েছিলেন ছেত্রী। আর বুধবার দুই গোল করে ভারত অধিনায়ক ছাড়িয়ে গেলেন পেলেকেও।

৭৯ গোল করতে ছেত্রীর ১২৪ ম্যাচ লাগলেও ৭৭ গোল করতে পেলের লেগেছিল মাত্র ৯২ ম্যাচ।

আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিও খুব বেশি এগিয়ে নেই ছেত্রীর চেয়ে। ১৫৫ ম্যাচে ৮০ গোল করেছেন ছয়বারের ব্যালন ডি’অর বিজয়ী এই তারকা।

শুক্রবার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে পেরুর বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। তাই মেসির গোলের সংখ্যাটা আরো বাড়ার সম্ভাবনা রয়েছে।

১৮২ ম্যাচ খেলে ১১৫ গোল করে আন্তর্জাতিক ফুটবলে গোলদাতাদের তালিকায় সবার উপরে আছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *