আইপিএল-এর প্লে-অফে উঠে গেল কলকাতা নাইট রাইডার্স। শুক্রবারের খেলায় সানরাইজার্স হায়দরাবাদের বিরু’দ্ধে মুম্বই ইন্ডিয়ান্স ১৭১ রানে জিততে না পারায় নেট রান রেটের বিচারে প্লে-অফে চলে গেল অইন মর’্গ্যানের দল।







তিন বছর পর ফের আইপিএল-এর প্লে-অফে কলকাতা। এ বার তারা চতুর্থ স্থানেই থাকছে।
মর’ণ-বাঁচন ম্যাচে বৃহস্পতিবার রাজস্থান রয়্যালসকে ৮৬ রানে হারিয়ে দিয়েছিল কলকাতা। আগে থেকেই তাদের রান রেট ‘প্লাস’-এ ছিল। রাজস্থান ম্যাচ জেতার পর কলকাতার রান রেট দাঁড়ায় +০.৫৮৭।
সেখানে হায়দরাবাদ ম্যাচ খেলতে নামা’র আগে মুম্বইয়ে রান রেট ছিল -০.০৪৮। প্রথমে ব্যাট করে ৯ উইকে’টে ২৩৫ তুলে ফেলেছিল মুম্বই।







সে ক্ষেত্রে হায়দরাবাদকে আট’কে রাখতে ‘হত ৬৫ বা তারও কম রানে। মুম্বই সেই কাজ করতে ব্যর্থ।
ফিল্ডিং নিলে কোনও ভাবেই শেষ চারে যাওয়া সম্ভব ‘হত না মুম্বইয়ের পক্ষে। রোহিত শর্মা টসে জেতেন এবং স্বাভাবিক ভাবেই ব্যাটিং নেন। তার দলও শেষ চেষ্টা করেছিল। কিন্তু শেষ পর্যন্ত সফল হল না।
গত বছর এই আমিরশাহিতেই ট্রফি ঘরে তুলেছিল রোহিত শর্মা’র দল। পাঁচ বারের চ্যাম্পিয়নদের এ বারের মতো বিদায় নিতে হল প্রতিযোগিতা থেকে। অন্যদিকে, ২০১৮-র পর ফের প্লে-অফ খেলবে কলকাতা।







প্রথম কোয়ালিফায়ার:-
দিল্লি ক্যাপিটালস বনাম চেন্নাই সুপার কিংস
১০ অক্টোবর, রবিবার, দুবাই
এলিমিনেটর:-
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম কলকাতা নাইট রাইডার্স
১১ অক্টোবর, সোমবার, শারজা
দ্বিতীয় কোয়ালিফায়ার:-
১৩ অক্টোবর, বুধবার, শারজা
ফাইনাল:-
১৫ অক্টোবর, শুক্রবার, শারজা







Venktesh,Gill, tripathi,Rana, Russel, Karthik, sakibul Hasan,narine,forgusen,mavi,v chakravarty, perfect playing 11 kkr
Khelbo lorvho
jeetbo re KKR chhakka mar
Ami KKR supporter Pakur Jharkhand theke bolchi Amader abhineta king khan ki jay Kolkata player qualifier khoob Sundar bhabe khelve asha rekhechi Amra final jitar nischoi final jeetbo Amar Kolkata player khoob Sundar batting fielding khub Sundar bowling khub Sundar Amar Kolkata player ke dhanbad janay KKR chhakka mar