প্লে-অফে কলকাতার একাদশ নিয়ে গুরুত্বপূর্ণ খবর দিলেন অইন মর্গ্যান

কলকাতা নাইট রাইডার্স প্লে-অফে যাওয়ার ছাড়পত্র পেলেও আন্দ্রে রাসেল কি ফের মাঠে নামতে পারবেন?

এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মাঠে নেমেই ভাল পারফরম্যান্স করেছেন শাকিব আল হাসান।

‘দ্রে রাস’ নিজের দিনে যে কোনও বিপক্ষকে উড়িয়ে দিতে পারেন। সেটা বেশ ভালই জানেন অধিনায়ক অইন মর্গ্যান । তাই তিনিও এই বিস্ফোরক অলরাউন্ডারের মাঠে ফেরার অপেক্ষায় রয়েছেন।

ম্যাচের শেষে মর্গ্যান বলেন, “প্রতিদিন ওর সুস্থ হওয়ার দিকে নজর রাখছি। আমি আশাবাদী, রাসেল দ্রুত পুরো ফিট হয়ে উঠবে।

রাসেল কত বড় ম্যাচ উইনার সেই প্রমাণ ও আগেই দিয়েছে। গত বছর ওর প্রায় আড়াই ইঞ্চির হ্যামস্ট্রিং টিয়ার হয়েছিল। তবুও ফিরে আসার জন্য ও কঠোর পরিশ্রম করেছিল। তাই আমরাও অপেক্ষায় আছি।”

Related Posts

One thought on “প্লে-অফে কলকাতার একাদশ নিয়ে গুরুত্বপূর্ণ খবর দিলেন অইন মর্গ্যান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *