লিগ টেবিলের তৃতীয় স্থানে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে লড়াই দিয়ে আইপিএল ২০২১-এর দ্বিতীয়ার্ধের যাত্রা শুরু কলকাতা নাইট রাইডার্সের। পয়েন্ট টেবিলের সাত নম্বরে থেকে প্রথমার্ধে খেলা শেষ করেছিল কেকেআর।
প্যাট কামিন্স আগেই জানিয়ে দিয়েছিলেন যে, তিনি আইপিএলের দ্বিতীয়ার্ধে অংশ নেবেন না। তাঁর বদলে কেকেআর দলে নেয় নিউজিল্যান্ডের টিম সাউদিকে।
অন্যদিকে আরসিবি দলে পাচ্ছে না অ্যাডাম জাম্পা, ফিন অ্যালেন, ড্যানিয়েল স্যামস, কেন রিচার্ডসন ও ওয়াশিংটন সুন্দরকে। কোহলিরা বদলি হিসেবে দলে নিয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা, টিম ডেভিড, দুষ্মন্ত চামিরা, জর্জ গার্টন ও বাংলার আকাশ দীপকে।
আমিরশাহি লেগের খেলা শুরুর আগে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তিন নম্বরে রয়েছে। অন্যদিকে, কলকাতা নাইট রাইডার্স অবস্থান করছে পয়েন্ট টেবিলের সাত নম্বরে। তাঁদের সংগ্রহে রয়েছে ৭ ম্যাচে ৪ পয়েন্ট।
আইপিএল ২০২১-এর প্রথম লেগে কলকাতা নাইট রাইডার্সকে ৩৮ রানে পরাজিত করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। প্রথমে ব্যাট করে আরসিবি নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ২০৪ রান তোলে। গ্লেন ম্যাক্সওয়েল ৭৮ ও এবি ডি’ভিলিয়র্স অপরাজিত ৭৬ রান করেন। ২টি উইকেট নেন বরুণ চক্রবর্তী।
জাবাবে ব্যাট করতে নেমে কলকাতা ২০ ওভারে ৮ উইকেটে ১৬৬ রানে আটকে যায়। আন্দ্রে রাসেল ৩১, ইয়ন মর্গ্যান ২৯, শাকিব আল হাসান ২৬, রাহুল ত্রিপাঠী ২৫, শুভমন গিল ২১ ও নীতিশ রানা ১৮ রান করেন। ৩টি উইকেট নেন কাইল জেমিসন। ২টি উইকেট দখল করেন হার্ষাল প্যাটেল।