প্রথম উইকেটে ১২৯ রান করে T20-তে নয়া রেকর্ড গড়লেন রোহিত-রাহুল জুটি

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে রোহিত শর্মা এবং কেএল রাহুলের ওপেনিং জুটি ভেঙে ভারত যে কত বড় ভুল করেছিল, সেটা বুধবার আফগানিস্তানের বিরুদ্ধে পরিষ্কার হয়ে গেল।

এ দিনের ম্যাচে একেবারে দেওয়ালি ধামাকা দিল রোহিত-রাহুল জুটি। প্রথম উইকেটে বিধ্বংসী মেজাজে ১২৯ রান করে এই জুটি। ভেঙে দেয় আফগানিস্তানের বিরুদ্ধে আয়ারল্যান্ডের কেভিন ও’ব্রায়েন এবং পল স্টারলিং জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড।

আইরিশ জুটি আফগানদের বিরুদ্ধে ১২৬ রান করেছিল। সেটা ছাপিয়ে এ দিন আফগানিস্তানের বিপক্ষে ১২৯ করেন রোহিত-রাহুল। এটাই এখন আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি ক্রিকেটে জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ব্যর্থ হয়েছেন ইশান কিষাণ। স্বাভাবিক ভাবেই তাঁর উপর আর ভরসা করা হয়নি। তা ছাড়া সূর্যকুমার যাদবও পিঠের ব্যথা সারিয়ে সুস্থ হয়ে প্রথম একাদশে ফিরেছেন। স্বাভাবিক ভাবেই ইশান না থাকায় রাহুল এবং রোহিত জুটি এ দিন ওপেন করেন।

পাকিস্তান এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে যে নড়বড় ভাব দেখা গিয়েছিল দুই ক্রিকেটারের মধ্যে, এ দিন সব জড়তা কাটিয়ে আবুধাবিতে রানের ফোয়ারা ছোটান ভারতের দুই তারকা ব্যাটসম্যান। চেনা ছন্দে ৪৭ বলে ৭৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন রোহিত। যোগ্য সঙ্গেত দেন কেএল রাহুল। তিনি ৪৮ বলে ৬৯ করেছেন।

এর আগে ২০১৯ সালে আয়ারল্যান্ডের কেভিন ও’ব্রায়েন এবং পল স্টারলিং জুটি অফগানিস্তানের বিরুদ্ধে ১২৬ রান করেছিল। তারও আগে ২০১৫ সালে জিম্বাবোয়ের চামু চিভাভা এবং সিকান্দার রাজা আফগানদের বিরুদ্ধে জুটিতে ১০০ রান করেছিলেন। বুধবার সকলকে ছাপিয়ে গেলেন রোহিত-রাহুল। এই দুই ওপেনারের সৌজন্যে বুধবার আফগানিস্তানের বিরুদ্ধে ভারত প্রথমে ব্যাট করে ২ উইকেটে ২১০ রানের ইনিংস গড়ে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *