প্রথমবার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাট করতে নেমেই উদ্ভট নজির গড়লেন হার্ষাল প্যাটেল। ইতিহাসে দ্বিতীয় ব্যাটার হিসেবে নিজের প্রথম ইনিংসেই হিট উইকেট হলেন তিনি। যে নজির এতদিন ছিল শুধুমাত্র আমেরিকার হেডেন ওয়ালশের।







রবিবার ইডেন গার্ডেন্সে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে লকি ফার্গুসনের বলে হিট-উইকেট হয়ে যান হার্ষাল। ১৮.৩ ওভারে হার্ষালকে ঢিমেগতিতে অফস্টাম্পের বাইরে বল করেন লকি।
পয়েন্টের দিকে মারার সময় বলের নাগাল পাননি ভারতীয়। তারইমধ্যে হিট উইকেট হয়ে যান। ১১ বলে করেন ১৮ রান।







ইনিংসের শেষের দিকে গুরুত্বপূর্ণ রান যোগ করার পাশাপাশি দ্বিতীয় ব্যাটার হিসেবে নিজের প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইনিংসে উদ্ভট নজির তৈরি করেন হার্ষাল।
২০১৯ সালে প্রথমবার সেই কীর্তি তৈরি করেন আমেরিকার ক্রিকেটার হেডেন। সেই বছরের মার্চে দুবাইয়ে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে হিট উইকেট হয়েছিলেন তিনি।
সঙ্গে গড়েছিলেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি অভিষেকে হিট উইকেটের নজির তৈরি করেছিলেন। এতদিন তাঁর একাই সেই নজির ছিল। যাতে ভাগ বসালেন হার্ষাল।






