কলকাতা নাইট রাইডার্স অজি মহাতারকা প্যাট কামিন্সের পরিবর্ত খুঁজে নিল। আইপিএলের দ্বিতীয় পর্বের জন্য কিউয়ি পেসার টিম সাউদিকে দলে নিল কেকেআর।







সাউদিকে নেওয়ার ঘোষণা বিবৃতি দিয়ে জানিয়ে দিল শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি।
কেকেআরের হেড কোচ ব্র্যান্ডন ম্যাকালাম স্বদেশীয় সাউদিকে পেয়ে উচ্ছ্বসিত। তিনি কেকেআরের অফিসিয়াল ওয়েবসাইটে বলেন, “সাউদিকে পেয়ে আমরা খুশি। ও প্রতিষ্ঠিত ম্যাচ-উইনার।
কেকেআরের শক্তিশালী পেস ব্রিগেডে সাউদি যুক্ত হলো। কামিন্সের অনুপস্থিতিতে সাউদির অভিজ্ঞতা ও নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আমাদের বোলিং ইউনিটে প্রয়োজন। ও আদর্শ।” শেষবার ২০১৯ মরসুমে বিরাট কোহলির আরসিবি-র হয়ে খেলেছিলেন তিনি।







তিন ম্যাচে তাঁর ইকনমি রেট ছিল ১৩। টানা ৬ বছর আইপিএল খেলা সাউদি ২০২০ নিলামে থেকে গিয়েছিলেন আনসোল্ড।
অতীতে সাউদি এমএস ধোনির চেন্নাই সুপার কিংস ও রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের হয়েও খেলেছেন। এখনও পর্যন্ত আইপিএলে ৪০ ম্যাচ খেলা সাউদি ২৮ উইকেট পেয়েছেন ৮.৪৭ এর ইকনমি রেটে।
আগামী ২০ সেপ্টেম্বর আরসিবি-র বিরুদ্ধে কেকেআরের আইপিএল অভিযান শুরু আবুধাবিতে।






