সামনেই টি-২০ বিশ্বকাপ। বিশ্বকাপকে সামনে রেখে এখন থেকে শুরু হয়ে গেছে আলোচনা। ক্রিকেটার থেকে শুরু করে সমর্থক সবার মধ্যেই এখন থেকে উত্তেজনা বিরাজ করছে।







অনেক ক্রিকেটারই বিশ্বকাপকে সামনে রেখে বিভিন্ন সাক্ষাৎকারে বিশ্বকাপের ফেভারাটদের নাম জানাচ্ছে আবার অনেকেই জানাচ্ছে নিজেদের প্রিয় তারকাদের নাম।
সম্প্রতি ক্যারিবিয়ান অল-রাউন্ডার পোলার্ড এক সাক্ষাৎকারে তার দেখা সেরা ৫ জন টি-২০ ক্রিকেটারের নাম জানিয়েছেন।
পোলার্ডের সেরা পাঁচে জায়গা পেয়েছেন ৩ জন ক্যারিবিয়ান আর দুজন এশিয়ান ক্রিকেটার। পোলার্ডের প্রথম পছন্দতেই রয়েছে তার স্বদেশী ইউনিভার্সেল বস ক্রিস গেইল। ৪২ বছর বয়সেও ক্রিস গেইল যা করে দেখাচ্ছেন তা অবিশ্বাস্য।







টি টোয়েন্টিতে ৪৪৬ ম্যাচ খেলে গেইলের রান ১৪,২৬১। এই রান গেইল করেছেন ১৪৫.৮৭ স্ট্রাইকরেটে এবং গেইলের গড় ৩৬ এর উপরে। ২২ টি টোয়েন্টি সেঞ্চুরিসহ গেইলের আছে ১৭৫ রানের ইনিংসও। দেশকে জিতিয়েছেন ২০১২ এবং ২০১৬ টিটোয়েন্টি বিশ্বকাপ।
পোলার্ডের পরের পছন্দ লাসিথ মালিঙ্গা। ২৯৫ ম্যাচে ৩৯০ উইকেট পাওয়া এই লিজেন্ড যে কোন ম্যাচের মোড় ঘুরিয়ে দেবার সামর্থ্য রাখতেন। আর্ন্তজাতিক টি টোয়েন্টিতে মালিঙ্গা ১০৭ উইকেট নিয়ে তালিকার এক নম্বরে আছেন। যদিও তাকে অতিক্রম করবেন সাকিব।







পোলার্ডের তৃতীয় পছন্দ সুনীল নারায়ন। ২০১২ টি টোয়েন্টি বিশ্বকাপে ৬ ম্যাচে ৯ উইকেট সহ নারায়নের ইকোনমি ছিল মাত্র ৫.৬৩। ফাইনালে চার ওভার বল করে ৯ রান দিয়ে ৩ উইকেট নিয়ে শ্রীলংকার জেতা ম্যাচটা ছিনিয়ে নিয়ে চ্যাম্পিয়ন করেন ওয়েস্ট ইন্ডিজকে।
উইকেট কিপার হিসেবে পোলার্ডের পছন্দ মাহেন্দ্র সিং ধোনীকে। উইকেটের পিছনে ১৮৫ টি ক্যাচ আর ৮৪ টি স্ট্যাম্পিং করে ধোনী ৩৮ এর বেশি গড়ে রান করেছেন ৬৮৬১।







২০০৭ সালে ভারতকে নিজের অধিনায়কের মুর্শিয়ানাতে করেছিলেন চ্যাম্পিয়ন। শেষ নামটি বলার সময় পোলার্ড নিজের নামই বলেন। পোলার্ডের সেরা পাঁচ: ১. ক্রিস গেইল ২. লাসিথ মালিঙ্গা ৩. মাহেন্দ্র সিং ধোনী ৪. সুনিল নারায়ন ৫. কাইরন পোলার্ড।






