আইপিএলের দুই নতুন ফ্র্যাঞ্চাইজি সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপ (লখনউ) এবং সিভিসি ক্যাপিটালস (আমেদাবাদ)-ও দল গোছানোর আসরে নেমে পড়েছে।







মেগা নিলামের বাইরে থেকে তারা দু’জন করে খেলোয়াড় আগে থেকে সই করাতে পারবে।
ইন্ডিয়ান এক্সপ্রেসের তরফে জানা গিয়েছে, কেএল রাহুল নাকি পাঞ্জাব কিংসের সঙ্গে বিচ্ছেদের পরে লখনউ ফ্র্যাঞ্চাইজি টিমকে নেতৃত্ব দিতে সম্মত হয়েছেন। এবং এই বিষয়টি চূড়ান্তও হয়ে গিয়েছে।
এদিকে, আইপিএল ২০২১ সালের রানার্স আপ টিম কলকাতা নাইট রাইডার্স ওয়েস্ট ইন্ডিজের জুটি আন্দ্রে রাসেল এবং সুনীল নারিনকে ধরে রাখতে চলেছে। এ ছাড়াও বরুণ চক্রবর্তী, শুভমান গিল এবং ভেঙ্কটেশ আইয়ারের মতো তরুণদের সঙ্গে আলোচনা চলছে।







অপর দিকে মুম্বই ইন্ডিয়ান্স আবার রোহিত শর্মা এবং জসপ্রীত বুমরাহকে ধরে রাখতে চলেছে বলে খবর। কায়রন পোলার্ডকে নিয়ে আলোচনা চলছে।
তবে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত তারা নেয়নি। ইশান কিষাণকেও ধরে রাখা হতে পারে। মেগা নিলাম থেকে সূর্যকুমার যাদবকে দলে নিতে মুখিয়ে রয়েছে মুম্বই।






