ক্রিস্টোফার হেনরি গেইল, বিশ্ব জুড়ে টি-২০ ক্রিকেটের ইতিহাসে জীবন্ত কিংবদন্তি এক ক্রিকেটার। সারা বিশ্বের এমন কোন ফ্র্যাঞ্চাইজি টি-২০ টুর্নামেন্ট নেই, যেখানে তিনি খেলেননি।







আইপিএলে খেলার বিষয়ে তাঁর দীর্ঘ দিনের অভিজ্ঞতা রয়েছে। ৪২ বছর বয়সেও তিনি যেন যুবক। বয়স তাঁর কাছে নেহাৎ-ই সংখ্যা মাত্র।
গেইল এ বার আইপিএলে বয়স্কতম ক্রিকেটার হিসেবেই রাহুল দ্রাবিড়কে টপকে সর্বাধিক রান গড়ার নজির গড়ে ফেললেন।







৪০ পার করা ক্রিকেটারদের মধ্যে তিনিই একমাত্র ক্রিকেটার, যিনি এখনও ধারাবাহিক ভাবে ভাল পারফরম্যান্স করে চলেছেন।
শারজাতে আইপিএলের ১৪তম সংস্করণের ৩৭তম ম্যাচে মুখোমুখি হয় পঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদ।







শনিবাসরীয় রাতে হায়দরাবাদের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে পঞ্জাব। তবে এ দিন ব্যাট হাতে সে ভাবে ভাল পারফরম্যান্স করতে পারেননি পঞ্জাবের ব্যাটসম্যানরা।
নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৫ রান করে পঞ্জাব। দীপক হুডা (২৭) এবং কেএল রাহুলের (২১ ) ইনিংসে ভর করেই তারা মূলত এই রানে পৌঁছতে সক্ষম হয়।






