পাকিস্তানের কাছে হারের পর ভারতের একাদশ থেকে বাদ পড়তে যাচ্ছে ৩ ক্রিকেটার

রবিবার পাকিস্তানের বিরুদ্ধে বাজেভাবে হেরেছে ভারত। আসন্ন নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচ এখন ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

পাকিস্তানের বিরুদ্ধে ভারত যে ভুলগুলো করেছে সেই ভুলগুলো নিউজিল্যান্ডের বিরুদ্ধে শুধরে নেওয়ারই চেষ্টা করবে ভারত, এমনটাই জানিয়েছে ভারত অধিনায়ক। ক্রিকেটবিশেষজ্ঞরা মনে করছেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলে আসতে পারে বড় পরিবর্তন।

৩১শে অক্টোবর নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলে তিনটি পরিবর্তন আসতে পারে বলেই মনে করা হচ্ছে। পাকিস্তানের বিরুদ্ধে দলের প্রত্যাশা অনুযায়ী বরুণ চক্রবর্তী বল করতে পারেননি। তারমধ্যে আত্মবিশ্বাসের অভাব দেখা যাচ্ছিল।

বিশ্বকাপের ম্যাচগুলোতে ভালো পারফর্ম্যান্সের পাশাপাশি প্রয়োজন হয় আত্মবিশ্বাস। এক্ষেত্রে বরুণ চক্রবর্তীর সেটারই অভাব ছিল।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন ম্যাচে বরুণ চক্রবর্তীর বদলে দেখা মিলতে পারে রবীচন্দ্রন অশ্বিনের। কারণ বিশ্বকাপের মতো প্ল্যাটফর্মে তার অভিজ্ঞতা খুবই প্রয়োজনীয় ঠিক সময়ে উইকেট তোলার জন্য।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভালো ব্যাটিংয়ের জন্য দলে জায়গা মিলতে পারে ঈশান কিষাণের। অফ ফর্মে থাকা ভুবনেশ্বর কুমারের বদলে দলে জায়গা মিলতে পারে শার্দুল ঠাকুরেরও।

২০২১-এর আইপিএলে ১১ ম্যাচে মাত্র ৬ উইকেট নিয়েছেন ভুবনেশ্বর কুমার। অন্যদিকে শার্দুল ঠাকুর রয়েছেন একেবারে ফুল ফর্মে। এই মরশুমে ১৪ ইনিংসে ২৩ উইকেট নিয়েছেন তিনি।

সম্প্রতি নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে এই তিনটি বড় পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে হারের পর নিউজিল্যান্ডের ঘুরে দাঁড়ানোর আশা জাগিয়েছেন ভারত অধিনায়ক। বর্তমানে সমস্ত ভারতীয় ক্রিকেটসমর্থকরা নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের পারফরম্যান্স দেখার জন্য মুখিয়ে রয়েছেন।

Related Posts

One thought on “পাকিস্তানের কাছে হারের পর ভারতের একাদশ থেকে বাদ পড়তে যাচ্ছে ৩ ক্রিকেটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *