পরের বছর IPL কোন দেশে হবে ? জানিয়ে দিলেন BCCI প্রেসিডেন্ট সৌরভ

এই বছর আইপিএল ভারতে শুরু হলেও শেষ রক্ষা করা সম্ভব হয়নি। করোনার কারণে আইপিএল ভারত থেকে সরিয়ে নিয়ে যেতে হয়ে হয়েছে সংযুক্ত আরব আমিরশাহিতে।

সেখানে অবশ্য নির্বিঘ্নেই আইপিএল সমাপ্ত হয়েছে। ২০২০ সালেও করোনার জন্য সংযুক্ত আরব আমিরশাহিতেই আইপিএলের আসর বসেছিল। কিন্তু ২০২২ সালে আইপিএলের আসর কোথায় বসবে? তাই নিয়ে এখন থেকেই চর্চা শুরু হয়ে গিয়েছে।

এমনিতেই পরের বছর আইপিএলে আরও দু’টি নতুন দল যুক্ত হচ্ছে। সেই নিয়ে টানটান উত্তেজনাও রয়েছে। স্বাভাবিক ভাবেই পরের বছরের আইপিএল নিয়েও জল্পনা চলছে।

এর মধ্যে আবার শনিবার একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় দাবি করেছেন, ২০২২ সালে ভারতেই আইপিএলের আয়োজন করা হবে।

তাঁর মতে, ‘আমি সে রকমই আশা করছি। কারণ এই টুর্নামেন্টটা তো আসলে ভারতেরই।’

এর সঙ্গেই সৌরভ আরও বলেছেন, ‘দুবাইয়ের আবহাওয়া সত্যিই খুব ভালো। তবে ভারতেরটা একেবারে আলাদা। ভারতের প্রত্যেকটা স্টেডিয়ামের স্ট্যান্ডে তাকালেই এই খেলার প্রতি উন্মাদনা চোখে পড়ে। ভারতে এই টুর্নামেন্ট ফেরাতে পারলে খুবই ভালো লাগবে।’

এর সঙ্গেই তিনি যোগ করেছেন, ‘আমি নিশ্চিত যে আগামী সাত-আট মাসের মধ্যে ভারতে কোভিড পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসবে। দর্শকভর্তি গ্যালারি নিয়ে আমরা আবারও এই টুর্নামেন্ট আয়োজন করতে পারব। সমর্থকদের কাছে এটা যথেষ্ট বড় একটা উপহার হতে চলেছে।’

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *