নিজের মায়ের বিনিময়ে হলেও মেসির জার্সি চান ক্ষুদে ভক্ত

লিওনাল মেসি ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকা। যার খেলা দেখে কোটি কোটি ভক্ত তার সমর্থক বনে গেছেন। জনপ্রিয়তার দিক দিয়েও অনেক এগিয়ে মেসি।

সম্প্রতি নিজের প্রিয় ক্লাব বার্সা ছেড়ে যোগ দিয়েছেন পিএসজিতে। সেখানেও ভক্তদের ভালোবাসায় নিবেদিত হচ্ছেন মেসি। গতকাল চ্যাম্পিয়নস লীগের ম্যাচে তো এক ক্ষুদে মেসি ভক্ত তার জার্সি পাওয়ার জন্য নিজের মাকেও দিয়ে দিতে প্রস্তুত ছিলেন।

গতকাল মেসির জোড়া গোলে লাইপিজিগকে ৩-২ গোলে হারাল পিএসজি। এদিন হ্যাট্টিকেরও সুযোগ পেয়েছিলেন মেসি। শেষ মুহর্তে পেনাল্টি পায় পিএসজি।

কিন্তু নিজে শট না নিয়ে এমবাপ্পেকে দেন। উড়িয়ে মেরে হতাশ করেন ফরাসি তারকা। ম্যাচ জয়কে ছাপিয়ে গেছে সেই ঘটনাটি। তবে এরইমধ্যে ভাইরাল গ্যালারির একটি দৃশ্য। মেসির খুদেভক্তের কাণ্ড এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

পিএসজির জার্সি গায়ে ও একটি প্ল্যাকার্ড নিয়ে হাজির হয়েছিল সেই খুদেভক্ত। তার সেই প্ল্যাকার্ডে লেখা ছিল অদ্ভূত এক আবদার।

সেখানে লেখা রয়েছে, ‘লিও (মেসি) তুমি তোমার শার্ট আমাকে দিয়ে দাও, আমি আমার মাকে তোমায় দিয়ে দেব।’ খুদেভক্তের এমন বার্তা লেখা প্ল্যাকার্ড চোখ এড়ায়নি ক্যামেরাম্যান ও সাংবাদিকদের। সেখানে ক্যামেরা নিতেই ভাইরাল হয়ে পড়ে সেই দৃশ্য।

অনেকেই এমন লেখায় মজা পেয়েছেন, মেসিভক্তদের উন্মাদনা কেমন তা বুঝিয়েছেন। তবে কেউ কেউ নেতিবাচক মন্তব্যও করেছেন।

মজার ছলে হোক মাকে দিয়ে দেওয়ার প্রসঙ্গ না টানলেই ভালো হতো বলে মন্তব্য তাদের। অপ্রাপ্ত বয়স্ক শিশুর হাতে এমন প্ল্যাকার্ড মানায় না বলে মন্তব্য অনেকের।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *