নিজের দেশকে নয়, অন্য যে দেশকে বিশ্বকাপের দৌড়ে এগিয়ে রাখলেন ইনজামাম

ভারত আর পাকিস্তানের বৈরিতার কথা সবারই জানা। সাবেকদের মধ্যে কথার লড়াইও চলে সবসময়। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারত-পাকিস্তান মুখোমুখি হবে। এর আগে পাকিস্তানের সাবেকরা ভারতকে নিয়ে করছেন নেতিবাচক মন্তব্য।

এমন সময় পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম উল হকের গলায় উল্টো সুর। বিশ্বকাপ দৌড়ে তিনি এগিয়ে রাখলেন বিরাট কোহলিদেরই। ভারত ভয়ঙ্কর টি-টোয়েন্টি দল বলেও মনে করেন ইনজামাম।

নিজের ইউটিউব চ্যানেলে ইনজামাম বলেন, ‘কোনও প্রতিযোগিতা কে জিতবে তা আগে থেকে বলা সম্ভব নয়। তবে জেতার কতটা সুযোগ রয়েছে তা বলা যেতে পারে। আমার মতে জেতার সুযোগ সবচেয়ে বেশি রয়েছে ভারতের। বিশেষ করে এই পরিস্থিতিতে। ওদের দলে অভিজ্ঞ টি-টোয়েন্টি ক্রিকেটার রয়েছে।’

উপমহাদেশে ভারত ভয়ঙ্কর টি-টোয়েন্টি দল জানিয়ে তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে অনুশীলন ম্যাচে খুব সহজভাবে খেলছিল ভারত। উপমহাদেশের মাটিতে ভয়ঙ্কর টি-টোয়েন্টি দল তারা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৫৫ রান তুলতে কোহলিকেও নামতে হলো না।’

এবারের বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে তিনি বলেন, ‘সুপার টুয়েলভে ভারত-পাকিস্তান ম্যাচ ফাইনালের আগে ফাইনাল। কোনও ম্যাচ নিয়ে এত আলোচনা হবে না। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম এবং শেষ ম্যাচ ছিল ভারত-পাকিস্তানের। দুটো ম্যাচই ছিল ফাইনালের মতো। এই ম্যাচ যে জিতবে মানসিক ভাবে এগিয়ে থাকবে সেই দল। ৫০ শতাংশ চাপ কমে যাবে তাদের।’

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *