নিউজিল্যান্ড হারলে ভারতকে কত রানের ব্যবধানের জিততে হবে তা জে’নেনিন

স্কটল্যান্ডকে একেবারে পাত্তাই দিল না ভারতীয়রা। ১৭.৪ ওভারে ৮৫ রানে অলআউট হওয়ার পর সেই রান তুলতে রোহিত শর্মারা খরচ করলেন কেবল ৩৯টি বল। ৮১ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে গেছে বিরাট কোহলি অ্যান্ড কোং।

চার ম্যাচ খেলা হলো ভারতের। জিতলো দুটিতে। পয়েন্ট চার। যদিও এই ম্যাচ জিতে রানরেট অনেক বাড়িয়ে নিয়েছে বিরাট কোহলির দল। পয়েন্টে পিছিয়ে থাকলেও রানরেটের হিসেবে এখন নিউজিল্যান্ডের চেয়েও এগিয়ে ভারত।

কোহলিদের রানরেট এখন ১.৬১৯। অন্যদিকে নিউজিল্যান্ডের রানরেট ১.২৭৭। কিন্তু মুশকিল হলো, চার ম্যাচে ভারতের পয়েন্ট ৪ এবং নিউজিল্যান্ডের পয়েন্ট ৬। দু’দলেরই ম্যাচ বাকি একটি করে। তাহলে সেমিফাইনালে যাবে কোন দল?

চারম্যাচের চারটিতেই জিতে এরই মধ্যে গ্রুপ-২ থেকে সেমিফাইনাল নিশ্চিত করে রেখেছে পাকিস্তান। বাকি একটি দল এখনও নির্ধারণ হয়নি। ভারত প্রথম দুই ম্যাচে পাকিস্তান এবং নিউজিল্যান্ডের কাছে হেরে ব্যাকফুটে চলে যায়। না হয়, সেমিফাইনালিস্ট নির্ধারণে হয়তো এত বেগ পেতে হতো না।

যদিও আফগানিস্তানকে ৬৬ রানে হারানোর পর আজ স্কটল্যান্ডকে ৮১ বল হাতে রেখে ৮ উইকেটে হারিয়ে রানরেট বাড়ানোর কাজটা সেরে রেখেছে বিরাট কোহলিরা।

এমন পরিস্থিতিতে ভারতের শেষ আটে যাওয়া কিভাবে সম্ভব হবে, সে হিসাব-নিকাশ একটু করে দেখা যাক। বলে রাখা ভাল, আরব আমিরাতে খেলা হলেও টুর্নামেন্টের আয়োজক দেশ কিন্তু ভারত।

সুতরাং, উইকেট তৈরির দায়িত্ব আইসিসির সঙ্গে তাদের কাঁধেও রয়েছে। সে হিসেবে ভারতের পক্ষে উইকেটের অ্যাডভান্টেজ নেয়াটা খুবই স্বাভাবিক।

ভারতের সেমিফাইনালে যেতে হলে, প্রথমত শেষ ম্যাচে জিততেই হবে। যদিও শেষ প্রতিপক্ষের নাম নামিবিয়া। তুলনামূলক সহজ প্রতিপক্ষ। এই দলটির বিপক্ষেও রান রেট বাড়িয়ে জয়ের কাজটি করতে পারবে বিরাট কোহলি অ্যান্ড কোং।

তবে এ ক্ষেত্রে ভারতের সামনে একটাই বাধা, আফগানিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ। নামিবিয়ার সঙ্গে জিতলেও তাদেরকে তাকিয়ে থাকতে হবে আফগানিস্তান-নিউজিল্যান্ড ম্যাচের দিকে। এই ম্যাচে নিউজিল্যান্ড জিতে গেলে কোনো কথা নেই, ভারতের বিদায়। নিউজিল্যান্ড উঠে যাবে সেমিফাইনালে।

কিন্তু যদি আফগানিস্তান জিতে যায় নিউজিল্যান্ডের বিপক্ষে, তাহলে হিসাবটা একটু জটিলই হয়ে যাবে। কারণ, তখন নিউজিল্যান্ড, ভারত এবং আফগানিস্তান- তিন দলেরই পয়েন্ট হবে সমান ৬ করে। সে ক্ষেত্রে রানরেটে এগিয়ে থাকা দলেরই ভাগ্যের সিকে ছিঁড়বে।

# আফগানিস্তান যদি নিউজিল্যান্ডকে ৫০ রানের কম ব্যবধানে হারায় তবে ভারত ৩৭ রানে ম্যাচ জিতলেই সেমিফাইনালে চলে যাবে। অখবা ভারত যদি পরে ব্যাট করে ১৫.৫ ওভারের মধ্যে ম্যাচ জিতে যায়, তবে কোহলিদের হাতেই আসবে সেমিফাইনালের টিকিট।

# আফগানিস্তান যদি নিউজিল্যান্ডকে ২৫ রানের কম ব্যবধানে হারায়, তবে ভারত নমিবিয়াকে ১৪ রানের ব্যবধানে হারালেই সেমিফাইনালে পৌঁছে যাবে। পরে ব্যাট করলে ভারতের টার্গেট থাকবে ১৮ ওভারের মধ্যে জয় তুলে নেওয়া।

# উল্লেখযোগ্য বিষয় হল, নিউজিল্যান্ড হারলে নেট রান-রেটে সেমিফাইনালে যাওয়ার জন্য ভারতের লড়াই চলবে আফগানিস্তানের সঙ্গে। কেননা এমনিতেই আফগানিস্তানের নেট রান-রেট নিউজিল্যান্ডের থেকে ভালো।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *