নিউজিল্যান্ডের পর পাকিস্তাকে ধোকা দিলো ইংল্যান্ডও

নিউজিল্যান্ডের পর পাকিস্তাকে ধোকা দিলো ইংল্যান্ডওনিউজিল্যান্ডের পর ইংল্যান্ডও তাদের পাকিস্তান সফর বাতিল করেছে। সোমবার (২০ সেপ্টেম্বর) ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) তাদের পুরুষ ও নারী দলের আসন্ন পাকিস্তান সফর বাতিলের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে।

গত শুক্রবার (১৭ সেপ্টেম্বর) স্বাগতিক পাকিস্তান ও সফরকারী নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজ শুরু হওয়ার আগমুহূর্তে নিরাপত্তাহীনতার শঙ্কাকে কারণ হিসেবে দেখিয়ে পাকিস্তান সফর বাতিলের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। তাদের দাবি ছিল, নিউজিল্যান্ড দলের ওপর পাকিস্তানে হামলার হুমকি রয়েছে।

সেই ঘোষণার পর ইসিবিও নড়েচড়ে বসে। তাৎক্ষণিকভাবেই ইসিবি জানিয়েছিল, পাকিস্তান সফর নিয়ে নতুন করে চিন্তাভাবনা করে জানানো হবে চূড়ান্ত সিদ্ধান্ত। শেষপর্যন্ত এল পাকিস্তান সফরে না যাওয়ার সিদ্ধান্তই।

বিশ্বকাপের আগে অক্টোবরের ১৩ ও ১৪ তারিখ স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল ইংল্যান্ড জাতীয় দলের। এ

কই সময়ে নারী দল পাকিস্তান সফরে গিয়ে খেলার কথা তিনটি ওয়ানডে। প্রমীলা সফরটিও বাতিল করেছে ইসিবি।

ইসিবি এক বিবৃতিতে জানিয়েছে, ইংল্যান্ড পুরুষ ও নারী উভয় দলের ক্রিকেটাররা বর্তমান পরিস্থিতিতে পাকিস্তান সফরে অনীহা প্রকাশ করেছেন।

‘এই অঞ্চলে ভ্রমণের ক্ষেত্রে উদ্বেগ’ দেখা দেওয়ায় করোনার কারণে মানসিক চাপে থাকা দলকে আর নতুন করে কোনো চাপে ফেলতে আগ্রহী নয় ইসিবিও।

নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের সফর বাতিল হওয়ার খবর পাকিস্তানের ক্রিকেটের জন্য বড় ধরনের দুঃসংবাদই। অস্ট্রেলিয়া আগামী পাকিস্তান সফর নিয়েও আছে শঙ্কা।

বারবার বিদেশি দলগুলোর সফর স্থগিত হলে ভবিষ্যতে ভেন্যু হিসেবে পাকিস্তান আবারও কোণঠাসা হয়ে পড়তে পারে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *