পাকিস্তানের কাছে হারের ধাক্কা সামলে উঠতে পারল না টিম ইন্ডিয়া। মানসিক চাপের কাছেই নতি স্বীকার করে খাদের কিনারায় এসে দাঁড়ালেন বিরাট কোহলিরা।
প্রথমত, পাকিস্তান ম্যাচে হারের পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের দ্বিতীয় ম্যাচ কার্যত নক-আউটের মতো পরিস্থিতিতে দাঁড়িয়ে যায়। তার উপর টুর্নামেন্টের অন্যতম ফেবারিটের তকমা পাওয়া ভারতীয় দলের উপর সমর্থকদের প্রত্যাশার চাপটাও ক্রমশ বাড়তে থাকে। দুইয়ের মিলিত ফল, কিউয়িদের কাছে একতরফা হার। ম্যাচের শেষে প্রত্যাশার চাপের কথা স্বীকার করে নিলেন বিরাট কোহলি।
পুরস্কার বিতরণী মঞ্চে কোহলি বলেন, ‘অদ্ভুত লাগছে। আমার মনে হয় না আমরা ভয়ডরহীন ব্যাটিং বা বোলিং করতে পেরেছি। আমাদের হাতে লড়াই করার মতো বড় রানের রসদ ছিল না। তবে আমরা নির্ভীকভাবে মাঠে নামতেই পারিনি।’
পরক্ষণেই কোহলি বলেন, ‘যখন আপনি ভারতীয় দলের হয়ে মাঠে নামেন, আপনার উপর প্রত্যাশার বিপুল চাপ থাকে। শুধু সমর্থকদের প্রত্যাশাই নয়, বরং খেলোয়াড়দেরও। সুতরাং, বাড়তি চাপ মাথায় নিয়েই আমাদের খেলতে হয় এবং আমরা বছরের পর বছর ধরে সেটার সঙ্গে মানিয়ে নিয়েছি। ভারতের হয়ে যেই খেলতে নামুক না কেন, তাকে এই চাপটা সহ্য করতেই হবে। দল হিসেবে মোকাবিলা করলে একমাত্র তবেই এই চাপ কাটিয়ে ওঠা যায়। এই দু’টি ম্যাচে আমরা যেটা করতে পারিনি। শুধুমাত্র আপনি ভারতের হয়ে খেলছেন বলে এবং প্রত্যাশার চাপ রয়েছে বলে অন্যভাবে খেলতে শুরু করবেন, এটা হতে পারে না।’