নিউজিল্যান্ডকে ৬২ রানে অলআউট করে বড় ১টি রেকর্ড গড়ে দেখালো ভারত

দ্বিতীয় দিনে ভারতকে আজাজ প্যাটেলের ইতিহাস গড়া বোলিংয়ে ৩২৫ রানে অলআউট করেই যেন বড় বিপদে পড়লো সফরকারী নিউজিল্যান্ড।

কেননা ব্যাটিংয়ে নেমে এবার নিজেরাই পড়লেন বড় লজ্জাই। অশ্বিন-সিরাজদের দুর্দান্ত বোলিংয়ের সামনে এক সেশনও টিকতে পারলনা কিউইরা। অলআউট মাত্র ৬২ রানেই!

মুম্বাইয়ে নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে পেসার মোহাম্মদ সিরাজের তোপের মুখে পড়ে কিউইরা। ১৮ রানের ভেতর ফেরেন টপ অর্ডারের তিন ব্যাটার।

এরপর আক্সার প্যাটেল আর অশ্বিনের ঘুর্নীতে কেবল আসা-যাওয়াই করেছেন অন্য ব্যাটাররা। ওপেনার টম লাথামের ১০ রানের পর দুই অঙ্কের ঘরে পৌছান কেবল জেমিসন।

তার ১৭ রানের ইনিংসটিই সবার সেরা! তাইতো দলের স্কোরও থেমে যায় ৬২ রানেই। এই রান আসে ২৮.১ ওভারে।

টেস্টে ভারতের বিপক্ষে ও ভারতের মাটিতে এটিই কোন সর্বনিম্ন ইনিংস সংগ্রহ। এর আগে ভারতের বিপক্ষে সর্বনিম্ন ছিল দক্ষিণ আফ্রিকার, ২০১৫ সালে নাগপুরে তারা ৭৯ রানে অলআউট হয়েছিল। আর ভারতের মাটিতে এর আগে সর্বনিম্ন ছিল ৭৫। ১৯৮৭ সালে ভারত উইন্ডিজদের বিপক্ষে এই রানে অলআউট হয়।

ভারতের হয়ে ৮ ওভার বোলিংয়ে ৮ রান দিয়ে ৪ উইকেট নেন অশ্বিন। এছাড়াও সিরিজ ৩ টি ও আক্সার প্যাটেল নেন ২ উইকেট।

এর আগে কিউইদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ওপেনার মায়াঙ্ক আগরওয়ালের সেঞ্চুরিতে ৩২৫ রানে থামে ভারতের প্রথম ইনিংস।

আগরওয়ালের ৩১১ বলে ১৫০ রানের ইনিংসটি সাজানো ছিল ১৭ চার ও ৪ ছক্কায়। এছাড়া শেষদিকে অক্ষর প্যাটেলের ব্যাট থেকে এসেছে ৫২ রান।

ভারতের সবকটি উইকেটই নেন আজাজ প্যাটেল। জিম লেকার, অনিল কুম্বলের পর ইতিহাসের তৃতীয় বোলার হিসেবে গড়েন ১০ উইকেট নেওয়ার রেকর্ড।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *