দুবাইতে (Dubai) আজ দ্বিতীয় পর্বের আইপিএলের (IPL) তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল কেএল রাহুলের পঞ্জাব কিংস (Punjab Kings) ও সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)।







ছিল দুই তরুণ অধিনায়কের হাড্ডাহাড্ডি লড়াই। আইপিএলে আর একটা উত্তেজনামূলক লড়াই দেখতে পেল ক্রিকেটপ্রেমীরা। শেষ ওভারের নাটকে পঞ্জাবের মুখের সামনে থেকে ২ পয়েন্ট কেড়ে নিয়ে গেল রাজস্থান।
টসে জিতে ফিল্ডিং বেছেছিলেন পঞ্জাব কিংসের অধিনায়ক কেএল রাহুল। প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৮৫ রানে অলআউট হয়ে যান সঞ্জু স্যামসনরা।
জিততে হলে কেএল রাহুলদের ১২০ বলে প্রয়োজন ছিল ১৮৬ রান। বড় রানের টার্গেট তাড়া করতে নামে পঞ্জাব। শুরু থেকেই ম্যাচ নিজেদের দাপটে রেখে খেলতে থাকে পঞ্জাব।







১৯ ওভার অবধি দেখে মনে হচ্ছিল এই ম্যাচ জিতবে প্রীতির পঞ্জাব। কিন্তু কোথায় কী! সঞ্জুর দলের কার্তিক ত্যাগি শেষ ওভারে পুরো তছনছ করে দিল পঞ্জাবকে। শেষ ওভারে জিততে হলে পঞ্জাবকে তুলতে হত মোটে ৪ রান।
সেখানে তৃতীয় ও পঞ্চম বলে দুই উইকেট তুলে নেন কার্তিক। আর তাতেই খেল খতম যাকে বলে।
শেষ বলে জিততে হলে কেএল রাহুলদের তুলতে হত ৪ রান। শেষ বল খেলতে নামেন ফ্যাবিয়ান অ্যালেন। কিন্তু দলকে কাঙ্খিত জয় এনে দিতে পারলেন না।







শেষ ওভারে অবিশ্বস্য বোলিং ত্যাগীর। শেষ বলে কোনও রান সংগ্রহ করতে পারেননি অ্যালেন। জয়ের জন্য শেষ ওভারে দরকার ছিল ৪ রান।
কার্তিক মাত্র ১ রান খরচ করে ২টি উইকেট তুলে নেন। সুতরাং শেষ ওভারে ৫টি ডটবল করেন তিনি। ত্যাগীর শেষ ওভার: ০, ১, উইকেট, ০, উইকেট, ০।






