রোহিত-গিলের সেঞ্চুরির পর শেষের দিকে হার্দিকের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে ভারত নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ৩৮৫ রান তোলে। সুতরাং, জয়ের জন্য নিউজিল্যান্ডের দরকার ৩৮৬ রান
উমরান মালিক ২ রানে নট-আউট থাকেন। ব্লেয়ার টিকনার ৭৬ রানে ৩ উইকেট নিয়েছেন। ১০০ রানে ৩ উইকেট নিয়েছেন জেকব ডাফি। ৫১ রানে ১টি উইকেট নিয়েছেন মাইকেল ব্রেসওয়েল।
রান তাড়া শুরু করতে ফিন অ্যালেনকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন ডেভন কনওয়ে।বোলিং শুরু করেন হার্দিক পান্ডিয়া।প্রথম ওভারের দ্বিতীয় বলেই ফিন অ্যালেনকে বোল্ড করেন হার্দিক পান্ডিয়া।
খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন অ্যালেন। রানের খাতা খোলার আগেই উইকেটের খাতা খোলে নিউজিল্যান্ড। ব্যাট করতে নামেন হেনরি নিকোলস। প্রথম ওভারে ৫ রান ওঠে। ১টি উইকেট পড়ে।
১৩.৪ ওভারে ওয়াশিংটন সুন্দরকে ছক্কা হাঁকিয়ে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ডেভন কনওয়ে। ৪টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৪১ বলে অর্ধশতরানের গণ্ডি টপকান ডেভন। ১৫তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি টপকে যায় নিউজিল্যান্ড।
১৪.৫ ওভারে কুলদীপ যাদবের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন হেনরি নিকোলস। ৪০ বলে ৪২ রান করেন তিনি। মারেন ৩টি চার ও ২টি ছক্কা। নিউজিল্যান্ড ১০৬ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ডারিল মিচেল।
১৫.৬ ওভারে যুজবেন্দ্র চাহালের বলে ডেভন কনওয়েকে স্টাম্প করার সহজ সুযোগ হাতছাড়া করেন ইশান কিষাণ। কনওয়ে তখন ব্যক্তিগত ৫৮ রানে ব্যাট করছিলেন।
২০ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ২ উইকেটে ১৩৬ রান