নাইটদের জন্য সুখবর, ইনজুরি সারিয়ে অনুশীলনে ফিরলেন রাসেল-ফার্গুসন

আইপিএলের প্রথম চারের দৌড় জমে উঠেছে। এখনও একটি স্থানের জন্য খাতায় কলমে লড়াই করছে চারটি দল। কলকাতা নাইট রাইডার্সের বাকি আর এক ম্যাচ। বৃহস্পতিবার (৭ অক্টোবর) রাজস্থান রয়্যালসকে হারালেই মোটামুটি প্রথম চারের টিকিট পাকা নাইটদের। সেই ম্যাচের আগেই স্বস্তির খবর কেকেআরের জন্য। চোট সারিয়ে অনুশীলনে ফিরেছেন আন্দ্র রাসেল এবং লকি ফার্গুসন।

আন্দ্রে রাসেল এবং লকি ফার্গুসন কেকেআরের বোলিং বিভাগের প্রধান অস্ত্র। রাসেলের অভাব চেন্নাই সুপার কিংস ম্যাচে হাড়েহাড়ে টের পেয়েছে কেকেআর। সিএসকের বিরুদ্ধে ম্যাচের পর থেকে তিনটি ম্যাচ খেলতে পারেননি রাসেল। তারপরের ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে চোট পান লকি ফার্গুসনও। তবে রাজস্থান রয়্যালস ম্যাচের আগে দুই মহাতারকাই ফিরেছেন। মঙ্গলবার কেকেআরের এক ইন্সটাগ্রাম লাইভে দুই তারকাকেই নেটে ঘাম ঝড়াতে দেখা গেছে। বুধবার এক সোশ্যাল মিডিয়া পোস্টেও তাঁদের অনুশীলনে ফেরার খবর পুনরায় জানান নাইট কর্তৃপক্ষ।

দুই তারকার অনুশীলনের ছবি দিয়ে পোস্টের ক্যাপশানে লেখা হয়, ‘রাসেল কোথায়? লকি কোথায়? ওরা ট্রেনিং গ্রাউন্ডে আগুন ঝড়াচ্ছে।’ ‘দ্রে রাস’-র বোলিংয়ের পাশাপাশি মিডল অর্ডারে তাঁর মতো পাওয়ার হিটিং হয়তোই আর কেউ করতে পারে। টুর্নামেন্টের দ্বিতীয় ভাগে সাত উইকেট নিয়ে জাত চিনিয়েছেন ফার্গুসনও। তাই গ্রুপ লিগের গুরুত্বপূর্ণ শেষ ম্যাচ এবং সম্ভবত প্লে-অফের আগে এই দুইজনের ফেরা যে কেকেআরের শক্তি বহুগুনে বাড়িয়ে দেবে, তা আলাদা করে বলার প্রয়োজন হয় না।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *