প্রায় ৬ বছর পর আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরলেন ইংলিশ অধিনায়ক জো রুট। পেছনে ফেলেছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনকে।







চলমান ভারত সিরিজ র্যাঙ্কিংয়ের পাঁচে থেকে শুরু করেছিলেন। তবে প্রথম তিন টেস্টেই রুটের ব্যাট থেকে এসেছে ৫০৭ রান।
আর তাতেই আইসিসির সবশেষ র্যাঙ্কিং হালনাগাদে শীর্ষে উঠে গেলেন রুট। বর্তমানে ইংলিশ অধিনায়কের রেটিং সংখ্যা ৯১৬।







এদিকে দুইয়ে থাকা কেন উইলিয়ামসন রুটের চাইতে পিছিয়ে আছেন ১৫ রেটিংয়ে। বর্তমানে তার রেটিং সংখ্যা ৯০১৷ শীর্ষ তিনে রয়েছেন অজি ব্যাটসম্যান স্টিভ স্মিথও।
৮৯১ রেটিং নিয়ে তিন নাম্বার জায়গাটি দখল করে রেখেছেন তিনি। তালিকার চারে অবস্থান করছেন স্মিথের সতীর্থ ল্যাবুশেন। ৮৭৮ রেটিং নিয়ে চারে রয়েছেন এই অজি ব্যাটসম্যান।







এদিকে কোহলিকে টপকে গেলেন রোহিত শর্মা। এক ধাপ অবনতি হয়ে টপ ফাইভ থেকে ছিটকে গেলেন কোহলি।
৭৬৬ রেটিং নিয়ে ৬ষ্ঠ স্থানে আছে ভারতীয় অধিনায়ক। এদিকে এক ধাপ উন্নতি হয়ে ৭৭৩ রেটিং নিয়ে শীর্ষ পাঁচে ডুকে গেলেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা।






