নতুন টি-২০ লিগে দল কিনলো কলকাতা-মুম্বাই-দিল্লি-ম্যানইউ

বিশ্বের বিভিন্ন ক্রিকেট লিগেই দল কিনেছে কলকাতা নাইট রাইডার্স সহ আইপিএলের কয়েকটি ফ্র্যাঞ্চাইজি। এবার সংযুক্ত আরব আমিরাতে হতে চলা এমিরেটস টি-২০ লিগে দল কিনলো আইপিএলের তিন ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স, মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস।

সেই সাথে দল কিনেছে ফুটবলের ঐতিহ্যবাহী ক্লাব ম্যানচেষ্টার ইউনাইটেড। জানা গিয়েছে, এই টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া ছ’দলের থেকে ইতিমধ্যেই পাঁচটি দল নিশ্চিত হয়ে গিয়েছে। শাহরুখ ছাড়া সেখানে দল কিনেছে আইপিএল-এর আরও দুই ফ্র্যাঞ্চাইজি। তারা হল মুকেশ অম্বানীর মুম্বাই ইন্ডিয়ান্স ও কিরণ কুমার গ্রান্ধির দিল্লি ক্যাপিটালস। যদিও কিরণ ব্যক্তিগত ভাবে সেখানে দল কিনেছেন।

দিল্লি ফ্র্যাঞ্চাইজির আর এক অংশীদার পার্থ জিন্দল সেখানে দল কেনেননি। এ ছাড়া অর্থলগ্নি সংস্থা ক্যাপ্রি গ্লোবাল ও বিগ ব্যাশের ফ্র্যাঞ্চাইজি সিডনি সিক্সার্সও দল কিনেছে সেখানে। ষষ্ঠ দলটি কিনেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবল ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। আইপিএলেও দল কিনতে আগ্রহ দেখিয়েছিল এই ফুটবল ক্লাব। কিন্তু সেখানে দরপত্রে পিছিয়ে থাকায় ক্লাবের মালিকানা পায়নি তারা।

আইপিএল-এর প্রাক্তন চিফ অপারেটিং অফিসার সুন্দর রমনের মতে এই প্রতিযোগিতা জানুয়ারি মাসে হতে পারে বলে জানিয়েছেন। আয়োজনের দায়িত্বে রয়েছে এমিরেটস ক্রিকেট বোর্ড। তারা প্রথমে কলকাতা ও মুম্বাইয়ের পাশাপাশি মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই ফ্র্যাঞ্চাইজির কাছেও আবেদন করেছিল। প্রথমে রাজি হলেও পরে পিছিয়ে আসে চেন্নাই।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *