নতুন কোচের নামে সিলমোহর দিল BCCI, দেখুন রেকর্ড মূল্যে কে হল ভারতের নতুন হেড কোচ

প্রত্যাশা মতোই টিম ইন্ডিয়ার নতুন হেড কোচ নিযুক্ত হলেন রাহুল দ্রাবিড়। বুধবার বিসিসিআইয়ের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়, রবি শাস্ত্রীর ছাড়তে চলা হটসিটে বসছেন জ্যামি।

চলতি টি-২০ বিশ্বকাপের পর রবা শাস্ত্রীর সঙ্গে বিসিসিআইয়ের চুক্তি শেষ হচ্ছে। তিনি নতুন করে দায়িত্ব নিতে আগ্রহী নন, এটা স্পষ্ট হয়ে গিয়েছিল আগেই। সেই মতো কোহলিদের নতুন কোচ হিসেবে দ্রাবিড়ের নাম বেসরকারিভাবে স্বীকৃতি হয়ে গিয়েছিল ভারতীয় ক্রিকেটমহলে। বিসিসিআইয়ের তরফে সেই সম্ভাবনায় সিলমোহর দেওয়া হয় বুধবার।

বোর্ডের তরফে বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয় যে, আরপি সিং ও সুলক্ষণা নায়েকের ক্রিকেট উপদেষ্টা কমিটি সর্বসম্মতিক্রমে রাহুল দ্রাবিড়কে ভরতের পরবর্তী হেড কোচ বেছে নিয়েছে। দ্রাবিড় ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজ থেকে টিম ইন্ডিয়ার দায়িত্ব নেবেন।

Related Posts

One thought on “নতুন কোচের নামে সিলমোহর দিল BCCI, দেখুন রেকর্ড মূল্যে কে হল ভারতের নতুন হেড কোচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *