নতুন আইসিসি র‍্যাঙ্কিংয়ে ১ বারে ২০ জনকে টপকে সেরা অবস্থানে শার্দুল ঠাকুর

ইংল্যান্ড টেস্ট অনবদ্য পারফরম্যান্সের সুবাদে আইসিসির টেস্ট ক্রমতালিকায় অনেকখানি উত্থান ঘটল ভারতীয় ফাস্ট বোলার শার্দুল ঠাকুরের।

বোলারদের ক্রমতালিকায় একধাপ উঠলেন জসপ্রীত বুমরাহ। ওভাল টেস্টে অনবদ্য শতরানের পর অবস্থানে পরিবর্তন না হলেও অধিনায়ক বিরাট কোহলির থেকে পয়েন্টের ব্যবধান বাড়িয়ে নিলেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা।

অন্যদিকে ইংল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে চার ম্যাচে খেলার সুযোগ না পেয়েও আইসিসি ক্রমতালিকার বোলিং বিভাগে নিজের জায়গা ধরে রেখেছেন রবিচন্দ্রণ অশ্বিন।

ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার না পেলেও ইংল্যান্ডের বিরুদ্ধে ওভাল টেস্টে ভারতের জয়ের অন্যতম কারিগর যে শার্দুল ঠাকুর, তা মেনে নিয়েছেন খোদ নায়ক রোহিত শর্মা।

চলতি সিরিজের চতুর্থ টেস্টের দুই ইনিংসে অর্ধশতরান ও ম্যাচে মোট ৪ উইকেট নেওয়ার সুবাদে আইসিসির সদ্য প্রকাশিত টেস্ট ক্রমতালিকার ব্যাটিং বিভাগে ২০ ধাপ উঠেছেন শার্দুল।

৭৯ থেকে ৫৯তম স্থানে উঠে এসেছেন ভারতীয় ক্রিকেটার। অন্যদিকে বোলিং বিভাগে সাত ধাপ ওপরে উঠে ৪৯তম স্থানে অবস্থান করছেন শার্দুল ঠাকুর।

ওভাল টেস্টের শেষ দিনের মরা পিচে ভারতীয় বোলাররা যেভাবে ফুল ফুটিয়েছেন, তা দেখে মুগ্ধ হয়েছে বিশ্ব। এ লড়াইয়ে নেতৃত্ব দিয়েছিলেন জসপ্রীত বুমরাহ।

ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টের শেষ দিনে দুই উইকেট নিলেও তাঁর সুইং, পেস ও বিষাক্ত ইয়র্কারে কার্যত ছারখার হয়ে গিয়েছিলেন জনি বেয়ারস্টোরা।

এই অসাধারণ পারফরম্যান্সের সুবাদে আইসিসি সদ্য প্রকাশিত টেস্ট ক্রমতালিকার বোলিং বিভাগে একধাপ উঠেছেন বুমবুম। ৭৭১ পয়েন্ট নিয়ে দশম থেকে নবম স্থানে উঠেছেন জসপ্রীত।

৯০৮ পয়েন্ট নিয়ে ক্রমতালিকার শীর্ষ স্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। ইংল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে প্রথম চার টেস্ট খেলার সুযোগ নাা পেয়েও ক্রমতালিকার দ্বিতীয় স্থান ধরে রাখতে সক্ষম হয়েছেন ভারতের রবিচন্দ্রণ অশ্বিন।

৮৩১ পয়েন্ট রয়েছে তাঁর ঝুলিতে। ইংল্যান্ড থেকে ক্রমতালিকার সপ্তম স্থানে থাকা জেমস অ্যান্ডারসনের পয়েন্ট ৭৯৪।

ওভাল টেস্টে অনবদ্য শতরান করার সৌজন্যে বেশ খানিকটা পয়েন্ট অর্জন করতে সক্ষম হলেও একই জায়গায় দাঁড়িয়ে রইলেন রোহিত শর্মা।

আইসিসি-র সদ্য প্রকাশিত টেস্ট ক্রমতালিকার পঞ্চম স্থানেই অবস্থান করছেন ভারতীয় ওপেনার। তাঁর পয়েন্ট ৮১৩। রোহিত শর্মার থেকে একধাপ পিছিয়ে থাকা বিরাট কোহলির পয়েন্ট ৭৮৩।

৯০৩ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষ স্থান ধরে রেখেছেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। ৯০১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন।

৮৯১ ও ৮৭৮ পয়েন্ট নিয়ে ক্রমতালিকার তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছেন যথাক্রমে অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ ও মার্নাস লাবুশেন। পাকিস্তানের বাবর আজম রয়েছেন সপ্তম স্থানে।

অল রাউন্ডারদের বিভাগে শীর্ষ স্থান ধরে রেখেছেন ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছেন যথাক্রমে ইংল্যান্ডের বেন স্টোকস ও ভারতের রবীন্দ্র জাদেজা।

চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন যথাক্রমে বাংলাদেশের শাকিব আল হাসান ও ভারতের রবিচন্দ্রণ অশ্বিন। আইসিসি-র সদ্য প্রকাশিত টেস্ট ক্রমতালিকার অল রাউন্ড বিভাগের প্রথম দশে প্রবেশ করেছেন ইংল্যান্ডের ক্রিস ওকস। নবম স্থানে অবস্থান করছেন তিনি।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *