ধোনির বিরুদ্ধে গুরুতর অভিযোগ, যা বললো বিসিসিআই

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মেন্টর হয়েই আলোচনার টেবিলে উঠে এসেছেন মহেন্দ্র সিং ধোনি। ভারতকে বিশ্বকাপ জেতানো এই কিংবদন্তির অন্তর্ভুক্তিতে স্বার্থের সংঘাতের চিঠি পেয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) অ্যাপেক্স কাউন্সিল।

অনানুষ্ঠানিকভাবে ইতোমধ্যেই এর জবাবও দিয়েছে বিসিসিআই! মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশানের আজীবন সদস্য সঞ্জিব গুপ্তা অ্যাপেক্স কাউন্সিলকে এই চিঠি পাঠিয়েছেন।

যাতে লিখা আছে, ভারতের ক্রিকেটের অবকাঠামোতে একজন ব্যক্তি কখনোই দুটি পদে নিযুক্ত হতে পারেন না। বর্তমানে ভারতের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব করছেন ধোনি।

ভারতের হয়ে আইসিসির সবগুলো শিরোপা জেতা সাবেক এই ক্রিকেটারকে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ বহরেও মেন্টর হিসেবে রাখা হয়েছে। ধোনির একইসঙ্গে দুটি দায়িত্বে থাকায় আইনগতভাবে এতে সমস্যা খুঁজে পেয়েছেন গুপ্তা।

এই ব্যাপারে বিসিসিআইয়ের একটি সূত্র পিটিআইকে বলেছে, ‘সৌরভ গাঙ্গুলি এবং জয় শাহসহ যে অ্যাপেক্স কাউন্সিল গঠিত হয়েছে, সেখানে গুপ্তা চিঠি পাঠিয়েছে। বিসিসিআইয়ের সাংগঠনিক ধারার ৩৮ এর ৪ অনুচ্ছেদ অনুযায়ী,

একজন ব্যক্তি দুটি পদে কখনোই নিযুক্ত হতে পারেন না। অ্যাপেক্স কাউন্সিলকে নিজেদের আইনি সংগঠনের সঙ্গে যোগাযোগ করতে হবে।’ এ দিকে গুপ্তার চিঠি পাওয়ার পরই এএনআইকে বক্তব্য দিয়েছে বিসিসিআইয়ের আরেক কর্মকর্তা।

তিনি বলেন, ‘আইপিএলের পর টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। ওই সময়ে সব ক্রিকেটারই ফ্রি এজেন্ট হিসেবে থাকবে। কেননা পরের বছরই একটা বড় নিলাম অনুষ্ঠিত হবে।

আর এম এস ধোনি তো টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেটারদের দিক নির্দেশনা দেবে। এখানে স্বার্থের সংঘাতের কিছু নেই।’ ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো ধোনিকে অন্য ভূমিকায় জাতীয় দলে ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বিসিসিআই সেক্রেটারি জয় শাহ।

জয় শাহের প্রস্তাবে ধোনি রাজি হওয়ায় আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের সফলতম অধিনায়ককে ধন্যবাদও জানান সৌরভ। ধোনি তার অভিজ্ঞতা কাজে লাগাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বিসিসিআই সভাপতি।

স্বার্থের সংঘাতের চিঠি পাওয়াটা ভারতীয় ক্রিকেটে অবশ্য নতুন নয়। এর আগে সৌরভ ছাড়াও শচিন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, মোহাম্মদ আজহারউদ্দিন, কপিল দেবসহ অনেকেই ভারতের ক্রিকেটে বিভিন্ন পদে কাজ করার দায়ে এমন চিঠি পেয়েছিলেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *