ধোনির পর চেন্নাইয়ের অধিনায়ক হবেন যিনি

চেন্নাই সুপার কিংসের ইতিহাসের পাতায় পাতায় লেখা আছে মহেন্দ্র সিং ধোনির নাম। দলটির যাত্রা শুরুর লগ্ন থেকেই অধিনায়কের দায়িত্বে আছেন ‘ক্যাপ্টেন কুল’।

ভারতের বিশ্বকাপজয়ী এই অধিনায়কের হাত ধরেই সফলতার চূড়ান্ত শিখর ছুঁয়েছে আইপিএল ইতিহাসের অন্যতম সেরা ফ্যাঞ্জাইজিটি।

তবে মহেন্দ্র সিং ধোনির পর চেন্নাই সুপার কিংসের পরবর্তী অধিনায়ক হবেন কে? – ভক্তদের করা এমন প্রশ্নের উত্তরে ভবিষ্যতে সিএসকের অধিনায়ক হওয়ার নিজের ইচ্ছার কথা জানিয়েছেন দলটির ভারতীয় তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।

গেল বছর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ভারতের সবচেয়ে সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। অচিরেই হয়ত ফ্যাঞ্জাইজি ক্রিকেট থেকেও বুট জোড়া তুলে রাখবেন চেন্নাই কিংসের প্রাণভোমরা ‘থালাইভা মাহি’।

তাই আইপিএল ইতিহাসের অন্যতম সফল ফ্যাঞ্জাইজিটির ভবিষ্যৎ নিয়ে ইতোমধ্যেই আলোচনা শুরু হয়ে গেছে ক্রিকেট পাড়ায়।

সেই আলোচনার রেশ ধরেই জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইটারে চেন্নাই সুপার কিংসের একটি ফ্যান ক্লাব থেকে প্রশ্ন করা হয়েছিলো, “ধোনির পর চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসেবে কাকে বেছে নিবেন?”

সেই প্রশ্নের জবাবে ফিরতি এক টুইটে রবীন্দ্র জাদেজা নিজের সিএসকের জার্সি নাম্বার উল্লেখ্য করে লিখেন ‘৮’। অবশ্য কিছুক্ষণ পরেই অধিনায়ক হওয়ার ইচ্ছার কথা জানানো সেই টুইটটি মুছে ফেলেন ভারতীয় অলরাউন্ডার।

ছবিঃ সংগৃহীততিনবারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের অন্যতম সেরা খেলোয়াড় রবীন্দ্র জাদেজা।

আইপিএল ক্যারিয়ারে এখন পর্যন্ত ১৯১ ম্যাচে মাঠে নেমে ব্যাট হাতে ২২৯০ রান করার পাশাপাশি বাঁহাতি অফ স্পিনে বল হাতে নিয়েছেন ১২০ উইকেট।

এছাড়া টুর্নামেন্টটিতে ৭৬ টি ক্যাচ নিয়েছেন সময়ের অন্যতম সেরা এই ফিল্ডার।

উল্লেখ্য আগামী ১৯ সেপ্টেম্বর বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচ দিয়ে আইপিএলের ১৪তম আসরের দ্বিতীয় পর্বের যাত্রা শুরু করবে চেন্নাই সুপার কিংস।

ভারত পর্ব শেষে বর্তমানে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে মহেন্দ্র সিং ধোনির দল।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *