ধোনিকে ‘কিংকং’ বলে ডাকতে বলছেন শাস্ত্রী! কিন্তু কেন?

ধোনিকে সাদা বলের কিং কং বললেন ভারতীয় দলের হেড স্যার রবি শাস্ত্রী। চলতি আইপিএল-এ যেভাবে ধোনি নেতৃত্ব দিচ্ছেন তাতে অভিভূত টিম ইন্ডিয়ার প্রধান কোচ।

আগেও ধোনির প্রশংসা করতে দেখা গিয়েছিল শাস্ত্রীকে। বহুবার নিজের স্টাইলেই মাহির তারিফ করতে দেখা গিয়েছিল তাঁকে। এবার আবার সেই ভাবেই ধোনির জন্য গলা ফাটালেন শাস্ত্রী।

আসলে চলতি আইপিএল-এ দারুণ ফর্মে রয়েছে চেন্নাই সুপার কিংস। ১২ ম্যাচের শেষে ১৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে তারা। ইতিমধ্যেই প্লে অফে খেলার ছাড়পত্রও পেয়েগেছে মাহির দল। আর এই সাফল্যের জন্য নেতা ধোনিকে কৃতিত্ব দিচ্ছেন শাস্ত্রী।

টিম ইন্ডিয়ার প্রধান কোচ বলেন, ‘ধোনি সর্বকালের সেরা সাদা বল অধিনায়ক। শুধু আইসিসি টুর্নামেন্টে তার রেকর্ড দেখুন। সে কি জেতেনি? আইপিএল, চ্যাম্পিয়ন্স লিগ, সব আইসিসির সমস্ত টুর্নামেন্ট, দুটি বিশ্বকাপ। সাদা বলের ক্রিকেটের ক্ষেত্রে তার ধারে কাছে কেউ নেই। তাকে সর্বশ্রেষ্ঠ বলতেই হবে। দ্য কিং কং, আপনি তাকে এইভাবেও ডাকতে পারেন।’

আইপিএল শেষ হলেই শুরু হবে টি টোয়েন্টি বিশ্বকাপ। ভারতীয় দলের হয়ে কাঁদে কাঁধ মিলিয়ে কাজ করবেন ধোনি ও শাস্ত্রী। আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ধোনিকে ভারতীয় দলের মেন্টর নিযুক্ত করা হয়েছে।

এমন অবস্থায় ধোনিকেই সাদা বলের সেরা নেতা বলে আক্ষা দিলেন শাস্ত্রী। তিনি বলেন, ‘যখন আপনি ধোনিকে অধিনায়কত্ব করতে দেখেন, এই যেমন আপনি তাঁকে চেন্নাই সুপার কিংসকে (CSK) দেখেন, তখন সেই আশ্বাস এবং শান্ত বিষযটি নিয়ন্ত্রণের সঙ্গে অনুভব করতে পারেন। অন্য দিকে তাঁকে বড় বড় ছক্কা বা চার মারতে দেখতে পারেন কিন্তু আপনি তখনও শান্ত এবং নিয়ন্ত্রণের বিষয়টি অনুভূতি করতে পারবেন।’

চলতি আইপিএল-এ দারুণ ছন্দে রয়েছে ধোনির চেন্নাই। মাহির দল নিয়ে বলতে শাস্ত্রী বলেন, ‘বলটি এখন CSK- এর কোর্টে রয়েছে, তারা কীভাবে খেলবে সেটা তারাই ঠিক করবে। তারা প্লে অফের যোগ্যতা অর্জন করেছে। তারা যে ১ বা ২ লিগ শেষ করতে চলেছে সে সম্পর্কে কোন প্রশ্ন নেই।

ধোনি বিষয়টি এভাবেই দেখছেন। তিনি কি খেলোয়াড়দের বিশ্রাম দিতে চান নাকি তিনি খেলার জন্য এক বা দুইজন খেলোয়াড়কে পরীক্ষা করতে চান? তবে তারা জেতার চেষ্টা করবে। তারা ফেভারিট হিসাবে শুরু করবে, কেউ কিন্তু জেতার গতি হারাতে চাইবে না।’

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *