টি-২০ বিশ্বকাপ ২০২১-এ শেষ হল ভারতীয় ক্রিকেট দলের অভিযান। শেষ ম্যাচে নামিবিয়ার বিরুদ্ধে ৯ উইকেটে জয় পেল টিম ইন্ডিয়া । তারপরই প্রশ্ন উঠতে শুরু করেছে বিরাট কোহলি-রবি শাস্ত্রী যুগের সঙ্গে কী শেষ হল মেন্টর এমএস ধোনির পর্ব।







কোচ হিসেবে নিজের ৫ বছরের জার্নি শেষ করলেন রবি শাস্ত্রী । প্রথম দুই ম্যাচে পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারের ফলে সেমি ফাইনালে ওঠার সম্ভাবনা শেষ হয়ে গিয়েছিল টিম ইন্ডিয়ার। চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে মরুদেশে পারি দিলেও, সুপার ১২ থেকেই বিদায় নিতে হয়েছে বিরাট কোহলি, রোহিত শর্মাদের।
কিন্তু অনেক পরিকল্পনা করেই শুরু করেছিল বিসিসিআই। মেন্টর হিসেবে নিযুক্ত করা হয়ছিল এমএস ধোনিকে । কিন্তু ধোনির ক্রিকেট বুদ্ধিও পারল না আইসিসি ট্রফিতে বিরাটের খরা কাটাতে। প্রশ্ন উঠে গেল কোহলি-শাস্ত্রী যুগের সঙ্গে কী শেষ হল মেন্টর ধোনির অভিযানও।







বিশ্বকাপ শুরুর আগে যে ধোনিকে দেখা গিয়েছিল চনমনে, নিজের যাবতীয় অভিজ্ঞতা উজার করে দিচ্ছিলেন ক্রিকেটারদের সঙ্গে। এক একজন ক্রিকেটারের সঙ্গে আলাদা করে সেশন করেছেন।
কিন্তু সেই ধোনিকেই নামিবিয়া ম্যাচের পর অনেকটাই নিষ্প্রভ দেখিয়েছে। হওয়াটাই স্বাভাবিক। ভেবেছিলেন পেছন থেকে নেতৃত্ব দিয়ে অনুজ কোহলির আইসিসি ট্রফি জয়ের খরা কাটাবেন। বিসিআইয়েরও পরিকল্পনা তেমনটাই ছিল।







দুটি বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা, ধোনির ক্রিকেটীয় ব্রেন ও সর্বপরি ড্রেসিংরুমে ধোনি নামটা থাকা মানেই একটা ‘ফিল গুড ফ্যাক্টর’।
এই সব কিছুকেই কাজে লাগাতে দল নির্বাচনের পর মেন্টর হিসেবে ধোনির নাম জুড়ে দিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্য়ায়রা। বিনা পারিশ্রমিকে ভারতীয় দলকে সাহায্য করতে রাজি হয়েছিলেন এমএস ধোনি। কিন্তু সেই টোটকাও টি২০ বিশ্বকাপে কাজ করল না ভারতীয় দলের। তাই কিছুটা হতাশ ধোনিও।
টি২০ বিশ্বকাপ থেকে ভারতীয় দলের বিদায়ের পরই বলাই চলে ভারতীয় ড্রেসিং রুম থেকে ফের একবার বিদায় ঘণ্টা বেজে গেল এমএস ধোনির। প্রথম থেকেই ধোনি জানিয়েছিলেন শুধু মাত্র টি-২০ বিশ্বকাপের জন্যই ভারতীয় দলে মেন্টর হিসেবে দায়িত্ব নিয়েছিলেন এমএস ধোনি।







তারপর ধোনি আদৌ থাকবেন কিনা তা নিয়ে প্রশ্ন একটা থেকেই যাচ্ছে। কিন্তু সূত্র মারফর যতটুকি জানা যাচ্ছে মেন্টরহিসেবে ভারতীয় দলের সঙ্গে থাকবেন না। কারণ পরবর্তী নিউজিল্যান্ড সিরিজ থেকেই ভারতীয় দলের কোচের দায়িত্ব নিচ্ছেন কিংবদন্তী রাহুল দ্রাবিড়।
তিনি সম্পূর্ণ নিজের মতন করে পরিকল্পনা সাজাবেনে। সেখানে ধোনির থাকার সম্ভাবনা খুবই কম। ফলে বলাই চলে ভারতের টি-২০ বিশ্বকাপ অভিযানের সঙ্গে শুধু টি২০ অধিনায়ক কোহলি, কোচ রবি শাস্ত্রীর অধ্যায় শেষ হল না,সমাপ্তি ঘটল মেন্টর ধোনিরও।






