দ্বিতীয় ইনিংস শুরু করে বড় ধরনের সারপ্রাইজ দিতে চলেছেন যুবরাজ সিং

মাসখানেক আগেই যুবরাজ সিং সোশ্যাল মিডিয়ায় গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিয়েছিলেন অনুরাগীদের। নতুন বছরের ফ্রেব্রুয়ারিতেই তিনি মাঠে ফিরতে পারেন বলে জানিয়েছিলেন।

এবার অনুরাগীদের আগ্রহ আরও কিছুটা বাড়িয়ে দিলেন যুবি। সোশ্যাল মিডিয়ায় সংক্ষিপ্ত ভিডিও পোস্ট করে যুবি জানান, তাঁর সেকেন্ড ইনিংস শুরু হতে চলেছে। সঙ্গে যুবি অনুরাগীদের চমকের জন্য প্রস্তুত থাকতে বলেছেন।

মঙ্গলবার টুইটারে ২২ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেন যুবি। ভিডিওটিতে যুবির ক্রিকেট কেরিয়ারের কিছু স্মারকের ছবি দেখানে হয়েছে। সঙ্গে লেখা রয়েছে এবার আমার দ্বিতীয় ইনিংসের সময় এসেছে।

যুবি ক্যাপশনে লেখেন, ‘এটাই বছরের সেই সময়। আপনারা তৈরি তো? আপনাদের সকলের জন্য বড় সারপ্রাইজ রয়েছে। দেখতে থাকুন।’

এর আগে গত নভেম্বরে যুবরাজ সোশ্যাল মিডিয়াতেই মাঠে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন। ইনস্টাগ্রামে নিজের ব্যাটিংয়ের একটি ভিডিও পোস্ট করে যুবরাজ লিখেছিলেন,

‘ঈশ্বর আপনার ভবিষ্যৎ নির্ধারণ করেন। ভক্তদের দাবিতে আমি ফের ফিরে আসব, সম্ভবত ফেব্রুয়ারি মাসে। আপনাদের ভালোবাসা এবং শুভকামনার জন্য ধন্যবাদ। এটা আমার কাছে বড় প্রাপ্তি।’

যদিও যুবি এখনও খোলসা করলেন না যে, তিনি ব্যাট হাতে বাইশগজে ফিরবেন নাকি অন্য ভূমিকায় দেখা যাবে তাঁকে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *