দে’খে নিন অধিনায়ক হবার পর কত টাকা বেতন নেবেন রোহিত শর্মা

বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড বিসিসিআই থেকে বাৎসরিক প্রায় ১২ কোটি টাকা বেতন নিতেন বিরাট-রোহিতদের সাবেক কোচ রবি শাস্ত্রী। চার ক্যাটাগরিতে এক কোটি থেকে সাত কোটি টাকা বেতন নেন ২৮ জন ক্রিকেটার। সেই দলের অধিনায়কের বেতন কত?

অথবা, ব্লু-নীল জার্সিধারীদের নেতৃত্বে আসলে বেতনের সঙ্গে কত টাকা যুক্ত হতে পারে?— ভারতে সাদা বলের ক্রিকেটে নতুন অধিনায়ক হিসেবে রোহিতের নাম ঘোষণা করার পর এমন প্রশ্ন আপনার মাথায় ঘুরতেই পারে।

তবে নতুন ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক রোহিতের বেতন ইস্যুতে বিসিসিআইকে সেই দরকষাকষিতে যেতে হচ্ছে না। কারণ ভারতের নতুন ওয়ানডে অধিনায়কের বেতন আগের নিয়মেই আসবে।

অর্থাৎ, সাদা বলের নতুন অধিনায়ক কেন্দ্রীয় চুক্তি মোতাবেক বাৎসরিক বোর্ড থেকে সাত কোটি টাকাই পাবেন। দায়িত্ব বাড়লেও নতুন করে অর্থ যুক্ত হবে না।

ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুয়ায়ী, অধিনায়ক রোহিত শর্মার বেতনে কোনো পরিবর্তন আসছে না। চলতি বছরের এপ্রিল মাসে বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তি মোতাবেক এ প্লাস ক্যাটাগরিতে বেতন পাবেন।

এ বিভাগে রোহিত ছাড়াও আরও আছেন সাবেক ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক বিরাট কোহলি এবং পেসার বুমরাহ। তারা প্রত্যেকে বোর্ড থেকে বাৎসরিক সাত কোটি টাকা বেতন পান।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই ক্ষুদ্র ফর‌ম্যাটের অধিনায়কত্ব ছেড়ে দেন বিরাট কোহলি। ওয়ানডে ও টেস্টে নেতৃত্বে বহাল থাকতে চাইলেও ভারত বোর্ড আলাদা অধিনায়ক চেয়েছেন।

সে কারণে বিরাটকে সরিয়ে ওয়ানডে অধিনায়কও করা হয় রোহিত শর্মাকে। আসন্ন সাউথ আফ্রিকা সফরেই সাদা বলের পূর্ণকালীন নেতৃত্বে যাবেন রোহিত। লাল বলে ভারতের নেতৃত্বে থাকবেন বিরাট কোহলি।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *