দুর্দান্ত জয়ের ম্যাচে ১২ লাখ রুপি জরিমানা দিতে হল অধিনায়ক সানজু স্যামসনকে

পাঞ্জাব কিংসের শেষ ১৫ বলে ১০ থেকে লক্ষ্যমাত্রা নেমে এসেছিল ১২ বলে ৮ রানে। সেখান থেকে ১৯তম ওভারে মাত্র ৪ রান খরচ করেন মোস্তাফিজ। তাতেই মূলত ঘুরে যায় ম্যাচ, জাগে রাজস্থানের সম্ভাবনা।

আর শেষ ওভারে দুই উইকেট নিয়ে মাত্র ১ রান দেন কার্তিক। তাতেই ২ রানের নাটকীয় জয় তুলে নেয় রাজস্থান রয়েলস।

তবে পাঞ্জাব কিংসকে ২ রানে হারানোর পর উদযাপন শেষে দুঃসংবাদই পেতে হয়েছে রাজস্থান অধিনায়ক সানজু স্যামসনকে। তিনি ধরা পড়েছেন স্লো ওভার রেট আইনে। তবে এটিই মৌসুমে প্রথম অপরাধ হওয়ায় শাস্তির মাত্রা বড় হয়নি।

ম্যাচ শেষে আইপিএলের নিয়ম মোতাবেক ১২ রাখ রুপি জরিমানা করা হয়েছে সানজু স্যামসনকে। চলতি মৌসুমে পুনরায় স্লো ওভার রেটে ধরা পড়লে শাস্তির মাত্রা আরও হবে। তখন দলের অন্যান্য খেলোয়াড়দেরও গুনতে হবে জরিমানা।

উল্লেখ্য, টি-টোয়েন্টি ক্রিকেটে নির্ধারিত ২০ ওভার শেষ করার জন্য দুই বিরতিসহ মোট ৯০ মিনিট সময় বেধে দেয়া থাকে। এর বাইরে ৫-৭ মিনিট পর্যন্ত মেনে নেন ম্যাচ রেফারিরা।

কিন্তু মঙ্গলবার রাতে পাঞ্জাব কিংসের বিপক্ষে ২০ ওভার শেষ করে রাজস্থানের সময় লেগেছে প্রায় ১১০ মিনিট। এ কারণেই মূলত শাস্তির মুখোমুখি হতে হলো অধিনায়ক সানজুকে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *