দুরন্ত পারফরম্যান্স সত্ত্বেও যেই কারনে সূর্যকুমার যাদবের ইনিংসে হতাশ গৌতম গম্ভীর

নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয়পুরে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে সূর্যকুমার যাদবের ৪০ বলে ৬২ রানে ভর করে ম্যাচ জেতে ভারতীয় দল। নিজের দুরন্ত ব্যাটিংয়ের জন্য ম্যাচের সেরাও নির্বাচিত হন ভারতীয় ব্যাটার। তবে তা সত্ত্বেও সূর্যকুমার যাদবের ইনিংসে হতাশ গৌতম গম্ভীর। কী কারণে এই হতাশা?

ম্যাচের পর Star Sports-এ পর্যালোচনায় সূর্যকুমার সম্পর্কে গম্ভীর বলেন, ‘আমি ব্যাটার হিসেবে সূর্যকুমারকে ভীষণই পছন্দ করি। তবে এই ধরনের ম্যাচ ওর ফিনিশ করে তবেই মাঠ ছাড়া উচিত। ইনিংস কীভাবে শুরু করলে তার থেকে ইনিংস কীভাবে শেষ করা হচ্ছে তার গুরুত্ব অনেক বেশি। তুমি ৬০,৭০ বা ৮০, যত খুশিই রান কর না কেন, তার থেকে তুমি যদি ম্যাচের শেষ রানটা কর, তাহলে তার গুরুত্ব অনেক বেশি। তুমিই তাহলে দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়।’

সেট সূর্যকুমার আউট হয়ে যাওয়ার পরই একসময় সহজ দেখানো ভারতের জয়ও বেশ কঠিন হয়ে যায়। তিন বলে তিন রান বাকি থাকলেও চার মেরে ঋষভ পন্ত ভারতকে ম্যাচ জেতান। ১৭ বলে ১৭ রানে অপরাজিত থাকেন পন্ত। কোনো রাখঢাক না করেই পন্তের ইনিংসকে অনেক বেশ বাহবা দিয়েছেন গৌতি।

‘ঋষভ পন্তের ম্যাচ ফিনিশ করা সূর্যর ৬২ রানের ইনিংস থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ ম্যাচের শেষ রানটা করাই সবচেয়ে কঠিন। তাই ও যখন ওরম এক অবস্থায় ছিল যেখানেও সূর্য ৭০, ৮০ রানে নট আউট থেকে ম্যাচ জেতাতে পারবে, তখন ওর সেটাই করা উচিত ছিল। এটাকেই পরিপক্কতা বলে। রান করলেই কেউ পরিপক্ক হয়না, বরং এইরকম পরিস্থিতি ম্যাচ শেষ করে আসলে হয়।’ স্পষ্ট কথা প্রাক্তন ভারতীয় ওপেনারের

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *