২ জন ভারতীয় ক্রিকেটারই কাল হয়ে দাঁড়াল ভারতের

কানপুর টেস্টে দুই ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার ভারতের জয়ের সম্ভাবনায় জল ঢেলে দেন। সেদিক থেকে দেখলে শেষ দিনে একসময় গ্রিন পার্কে লড়াই চালাতে দেখা যায় ১৫ জন ভারতীয়কে।

টেস্টের শেষ দিনে ভারতীয় বোলাররা নিউজিল্যান্ডের ৯ জন ব্যাটসম্যানকে আউট করলেও শেষ বেলায় কার্যত রূপকথার প্রতিরোধ গড়ে তোলেন রাচিন রবীন্দ্র ও আজাজ প্যাটেল।

শেষ উইকেটের জুটি দু’জনে ৮.৪ ওভার অবিচ্ছেদ্য থাকেন। রাচিন রবীন্দ্র ৯১টি বল খেলে ব্যক্তিগত ১৮ রানে অপরাজিত থাকেন। আজাজ ২৩টি বল খেলে ২ রান করে নট-আউট থাকেন।

উল্লেখযোগ্য বিষয় হল, রবীন্দ্র ও আজাজ দু’জনের সঙ্গেই ভারতের ঘনিষ্ঠ যোগ রয়েছে। দু’জনেই ভারতীয় বংশোদ্ভূত কিউয়ি ক্রিকেটার। রাচিনের জন্ম ওয়েলিংটনে হলেও তাঁর বাবা-মা দু’জনেই ভারতীয়।

রাচিনের বাবা রবি কৃষ্ণমূর্তি বেঙ্গালুরুর সফটওয়ার সিস্টেম আর্কিটেক। তাঁর মায়ের নাম দীপা। অন্যদিকে, আজাজ প্যাটেলের জন্ম মুম্বইয়ে। তাঁর বাবা ইউনুস প্যাটেল একজন রেফ্রিজারেশন স্পেশালিস্ট এবং মায়ের নাম শেহনাজ প্যাটেল।

সুতরাং, দুই কিউয়ি তারকা যখন শেষ দিনে ব্যাট করছিলেন, তখন একঅর্থে মাঠে ১৫ জন ভারতীয় উপস্থিত ছিলেন। ১১ জন ভারতীয় ক্রিকেটার, ২ জন ভারতীয় বংশোদ্ভূত কিউয়ি ক্রিকেটার এবং ২ জন ভারতীয় আম্পায়ার সেই সময় উপস্থিত ছিলেন মাঠে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *