দুঃসংবাদঃ আইসিসি র‍্যাঙ্কিয়ের ৭ নাম্বার দলের টি-২০ বিশ্বকাপ অনিশ্চিত

বড় ধরনের সংকটের মধ্য দিয়ে যাচ্ছে আফগানিস্থান। দেশটি থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু করার পর থেকে একের পর এক রাজ্য দখল করে নিচ্ছে তালেবান।

ইতিমধ্যেই দেশের অধিকাংশ শহর দখল করে নিয়েছে তালেবান। চলে এসেছে রাজধানী কাবুলের একদম নিকটে।

তালেবানদের এই আক্রমণের কারণে অনিশ্চিত হয়ে পড়েছে আফগানিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র দুই মাস বাকি।

ইতিমধ্যেই এই বড় টুর্নামেন্ট কে সামনে রেখে দল সাজাতে প্রস্তুত হয়ে পড়েছে প্রতিটি দেশ। আফগানিস্তান চলছিল সেই পথে।

ক্রিকেট বিশ্বে অল্প কিছুদিনের মধ্যেই সুনাম করে নেওয়া এই দল এখন রয়েছে বিপদের মধ্যে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, আফগানিস্তানে মোট ৬ টি ক্রিকেট স্টেডিয়ামের মধ্যে তিনটি দখল করে নিয়েছে তালেবান।

আফগানিস্তানের কান্দাহার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, খোস্ত সিটি স্টেডিয়াম এবং কুন্দুজ ক্রিকেট স্টেডিয়াম পুরোপুরি দখল করে নিয়েছে তালেবান।

বলখ ক্রিকেট স্টেডিয়াম দখল নিয়ে আফগান সেনার সঙ্গে তাদের লড়াই চলছে।

তালেবান আগ্রাসনের কারণে কাবুল আন্তর্জাতিক স্টেডিয়াম আপাতত বন্ধ। শুধুমাত্র জালালাবাদের গাজি আমানুল্লা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এখনও আফগান সরকারের দখলে আছে।

তালেবানরা কাবুল দখল করলে সেই স্টেডিয়ামও হাতছাড়া হয়ে যাবে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে অনুশীলন তো দুরের কথা, ক্রিকেটাররা নিজেদের ও পরিবারের জীবন রক্ষায় ব্যস্ত। কবে থেকে প্রস্তুতি শুরু হবে, তা কেউ জানে না।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *