চলতি টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচে বিরাট কোহলিরা পাকিস্তানের বিরুদ্ধে হারের সম্মুখীন হয়েছিলেন। এর পরেই ভারতের টিম নির্বাচন নিয়ে প্রশ্ন উঠতে থাকে।







সমালোচকরা হার্দিক পান্ডিয়ার দলে সুযোগ পাওয়া থেকে ভূবনেশ্বর কুমারের উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলছেন। অনেকেই চাইছেন যেন অশ্বিন নিউজিল্যান্ড ম্যাচে দলে ফিরে আসুক। একদল সমর্থক তো শামিকে নিয়ে প্রশ্ন তুলেছিলেন।
এমন অবস্থায় রবিবার ৩১ অক্টোবর নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে টিম ইন্ডিয়া। কী হবে ভারতীয় দলের টিম কম্বিনেশন। নিউজিল্যান্ড ম্যাচের জন্য নিজের প্রথম একাদশ বাছলেন হরভজন সিং। সূর্যকুমার যাদব ও ভুবনেশ্বর কুমারকে নিজের প্রথম একাদশে রাখলেন না ভাজ্জি।







হরভজন নিজের দলে জায়গা দিলেন ইশান কিষাণকে। ভাজ্জির মতে রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে আসুন ইশান কিষাণ। তারপরে মাঠে নামুক বিরাট কোহলি এবং চার নম্বরে ব্যাট করতে আসুন কেএল রাহুল।
সেক্ষেত্রে নিজেদের ব্যাটিং লাইন আপকে মজবুত করতে চাইছেন ভারতের প্রাক্তন স্পিনার। পাঁচ নম্বরে ঋষভ পন্তকে চাইছেন তিনি। ছয় নম্বরে হার্দিককে খেলাতে চাইছেন। হার্দিকের উপর সম্পূর্ণ ভরসা করছেন হরভজন। সাত নম্বরে রবীন্দ্র জাদেজাকে নামাতে চান তিনি।







আট নম্বরে একটা পরিবর্তন করতে চান ভাজ্জি। শার্দুল ঠাকুরকে খেলাতে চাইছেন ভুবনেশ্বর কুমারের জায়গা। নয় নম্বরে বুমরাহকে ও দশ নম্বরে মহম্মদ শামিকেই চান তিনি। শেষে এগারো নম্বরে বরুণ চক্রবর্তীকেই দলে রাখতে চান হরভজন সিং।
নিজের ইউটিউব চ্যানেল হরভজন টারবোনেটর সিং-এ নিজের দলের ঘোষণা করেন ভাজ্জি। এখন দেখার রবি শাস্ত্রী, বিরাট কোহলি ও মহেন্দ্র সিং ধোনি হরভজনের সঙ্গে একমত হন কিনা। নাকি তারা নিজেদের দল অপরিবর্তিত রেখেই আবারও নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামবে।






