দর্শকভোটে বর্ষসেরা পুরস্কার জিতলেন যে তারকা ফুটবলার

বৈশ্বিক ক্রীড়া জগতের বিখ্যাত সংবাদমাধ্যম গোলের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন লিওনেল মেসি। সমর্থকদের প্রত্যক্ষ ভোটেই এবার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে যেখানে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন এই আর্জেন্টাইন সুপারস্টার।

ছয় বছর পর গোল ৫০ এর বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতলেন মেসি। সর্বশেষ ২০১৫ সালে বিখ্যাত এই পুরস্কারটি জিতেছিলেন আলবেসিলেস্তেদের অধিনায়ক।

এবারসহ ক্যারিয়ারে মোট পাঁচবার দর্ষকভোটে গোলের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মেসি। এর আগে ২০০৮, ২০১১, ২০১৩ এবং ২০১৫ সালে সেরার মুকুট মাথায় তুলেছিলেন এই ক্ষুদে জাদুকর।

এবারের খেতাবটি নিজের করে নিতে লিওনেল মেসিকে বেশ বেগ পেতে হয়েছে। সর্বমোট ১৪ মিলিয়ন (১ কোটি ৫০ লক্ষ) মানুষের দেওয়া ভোটে ক্রিস্টিয়ানো রোনালদোকে অল্প ব্যবধানে পেছনে ফেলেছেন তিনি।

দর্শক ভোটের ৫০.০৯% ভোট পেয়েছেন মেসি, অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোর ঝুলিতে পড়েছে ৪৯.৯১% ভোট! রোনালদোর থেকে মাত্র ২৪টি ভোট বেশি পেয়ে এবারের বর্ষসেরার পুরস্কার জিতেছেন মেসি।

এক নজরে গোলের সেরা ৫০ ফুটবলার

লিওনেল মেসি

ক্রিস্টিয়ানো রোনালদো

রবার্ট লেভানদোস্কি

মোহাম্মদ সালাহ

কিলিয়ান এমবাপে

আরলিং হ্যাল্যান্ড

করিম বেনজেমা

এনগোলো কান্তে

কেভিন ডি ব্রুইন

নেইমার জুনিয়র

লুইস সুয়ারেজ

রোমেলো লুকাকু

ডি মারিয়া

ব্রুনো ফার্নান্দেজ

জসুয়া কিমিখ

পল পগবা

সন হিউন মিন

হ্যারি কেন

জিয়ানলুইজি ডোনারুম্মা

এডুয়ার্ড মেন্ডি

আশরাফ হাকিমি

জর্জিনহো

ফিল ফোডেন

ইয়ান ওব্ল্যাক

ফ্রেডরিকো খিয়েসা

পেদ্রি

লাউটারো মার্টিনেজ

রিয়াদ মাহরেজ

রুবেন ডিয়াজ

জর্জিও চিয়েলিনি

ম্যাসন মাউন্ট

কাই হ্যাভার্টজ

মেমফিস ডিপাই

লিওনার্দো বনুচ্চি

কেইলর নাভাস

রাহিম স্টার্লিং

ইলকাই গুনদোয়ান

লরেঞ্জ ইনসিনিয়ে

জ্যাক গ্রিলিশ

এমি মার্টিনেজ

দানি আলভেজ

ক্রিস্টিয়ান পুলিসিচ

লুক শ

কোকে

নিকো ব্যারেল্লা

জেরার্ড মোরেনো

হাল্ক

বুরাক ইলমাজ

মোহামেদ শেরিফ

তাকেফুসো কুবো

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *