দক্ষিণ আফ্রিকার হয়ে আর খেলবেন না ডি কক

নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে আজ মাঠে নেমেছে দক্ষিণ আফ্রিকা।

যেখানে টেম্বা বাভুমার দলের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ম্যাচে অস্ট্রেলিইয়ার বিপক্ষে হারার পর আজ প্রোটিয়ারা নেমেছে উইকেটরক্ষক ব্যাটার কুইন্টন ডি কককে ছাড়াই।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা জানায় ব্যক্তিগত কারণে এই ম্যাচে খেলছেন না কুইন্টন ডি কক।

কিন্তু আফ্রিকান ক্রিকেট বোর্ড জানিয়েছে, বর্ণবাদের বিরুদ্ধে সকলকেই ‘Knee’ দিতে হবে। কিন্তু সেটাতেই নাকি ঘোর আপত্তি ছিলো ডি ককের।

আর আজকের ম্যাচে সে না খেলায় তার দল থেকে সরে যাওয়ার সম্ভাবনা আরও জোরদার হয়েছে।

এর আগে ‘knee’ নিতে না চাওয়া কুইন্টন ডি ককের এটা পছন্দ হবার কথা না।

প্রখ্যাত ধারাভাষ্যকার হার্শা ভোগলের মত অনেকেই মনে করছেন কুইন্টন ডি কক হয়তো দক্ষিণ আফ্রিকার হয়ে তার শেষ ম্যাচ খেলে ফেলেছেন। অনেকেই কুইন্টন ডি ককের বিপক্ষে কথা বলছেন।

Related Posts

One thought on “দক্ষিণ আফ্রিকার হয়ে আর খেলবেন না ডি কক

  1. We all are talking about black life matters movement but never heard from any one about atrocities on Hindus in Bangladesh, even our Indian captain and commentetor did not say anything where as Pakistanis openly doing Namaz during play, if they are so proud they are we not.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *