ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে গ্রুপ-বি তে মাঠে নেমেছে হ্যাম্পশায়ার এবং সারে। প্রথম ইনিংসে পরে ব্যাট করে রানের ফোয়ারা ছুটাচ্ছেন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলা হাসিম আমলা।
তুলে নিয়েছেন ডাবল হান্ড্রেড। ২য় দিনের খেলা শেষে ২৪ বাউন্ডারিতে ৩৮০ বলে অপরাজিত আছেন ২২৮ রানে।
২৪১টি ফাস্ট ক্লাস ক্রিকেটের ম্যাচ খেলে ৪০৩ ইনিংসে যেটি তার ৫২তম শতক। ২০১৯ সালের ৮-ই আগস্ট আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাট থেকেই অবসরের ঘোষণা দিয়েছেন হাশিম আমলা।
দক্ষিণ আফ্রিকার জার্সিতে এই তারকা ব্যাটসম্যানকে দেখা না গেলেও ঘরোয়া ক্রিকেটে খেলছেন এই ৩৮ বছর বয়সী ব্যাটসম্যান।
লন্ডনের কেনিংটন ওভালে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন সারের অধিনায়ক ররি বার্নস। প্রথমে ব্যাট করা হ্যাম্পশায়ার জর্দান ক্লার্কের বোলিং তোপে গুটিয়ে যায় মাত্র ৯২ রানে।
জবাবে ৩ উইকেট হারিয়ে ২য় দিন শেষে ৫১৩ রান করেছে সারে। সারের হয়ে আমলার ২২৮ রানের পাশাপাশি শতক পেয়েছেন অলি পোপ।