আইপিএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হয় দিল্লি ক্যাপিটালস। আবু ধাবির মাঠে দুই দলের মধ্যে কঠিন লড়াইও হয়।







তাতে নিজের ছাপ ছেড়েছেন ভারত তথা দিল্লি ক্যাপিটালসের স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। টি২০ ক্রিকেটে এক অনন্য ক্লাবের সদস্য হয়েছেন অ্যাশ। তৃতীয় ভারতীয় হিসেবে এক অনবদ্য নজির গড়েছেন তিনি।
শনিবার আগে ব্যাটিং করে ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৫৪ রান তোলে দিল্লি ক্যাপিটালস। ১৫৫ রানের লক্ষ্য তাড়া করত নেমে শুরুতেই তিন উইকেট হারিয়ে ফেলে রাজস্থান রয়্যালস।







বিপজ্জনক ডেভিড মিলারকে আউট করেন রবিচন্দ্রন অশ্বিন। ভারত তথা দিল্লি ক্যাপিটালসের অভিজ্ঞ স্পিনারের বলে স্ট্যাম্পড হন দক্ষিণ আফ্রিকার বাঁ-হাতি ব্যাটসম্যান।
দলকে ম্যাচে প্রভাব বিস্তার করতে ভূমিকা নেওয়ার পাশাপাশি ব্যক্তিগত রেকর্ডের মুকুটে নতুন পালক যোগ করেছেন অ্যাশ।
ডেভিড মিলারের উইকেটটি টি২০ ক্রিকেটে রবিচন্দ্রন অশ্বিনের ২৫০তম। তৃতীয় ভারতীয় হিসেবে এই বিশেষ ক্লাবের সদস্য হয়েছেন এই অফ স্পিনার।







দিল্লি ক্যাপিটালস ও মুম্বই ইন্ডিয়ান্সের লেগ স্পিনার যথাক্রমে অমিত মিশ্র ও পীযূষ চাওলা এর আগই এই ক্লাবের সদস্যপদ পেয়েছেন।
আইপিএল, ঘরোয়া ক্রিকেট ও ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে মোট ২৩৬টি টি২০ ম্যাচ খেলে ২৬২টি উইকেট নিয়েছেন মিশ্রণ। কেবল আইপিএলেই ১৬৬ উইকেট নিয়েছেন তিনি।
২৪৯টি টি২০ ম্যাচ খেলে ২৬২টি উইকেট নিয়েছেন পীযূষ চাওলা। আইপিএলে ১৫৬টি উইকেট নিয়েছেন চাওলা। ২৫৪টি টি২০ ম্যাচে ২৫০তম উইকেটটি নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। আইপিএলে এখনও পর্যন্ত ১৪০টি উইকেট নিয়েছেন অভিজ্ঞ অফ স্পিনার।






