চলতি বিশ্বকাপে প্রথম ম্যাচে ভারত-পাকিস্তান ম্যাচের আগে দুই দেশের দুই অধিনায়ক তথা অসাধারণ ব্যাটার বাবার আজম ও বিরাট কোহলির মধ্যে কে এগিয়ে, সেই বিষয়ে জোর চর্চা হচ্ছিল।







তারপর বেশ কিছুটা সময় কেটেছে। পরিসংখ্যানগত দিক থেকে বিরাট এগিয়ে থাকলেও সদ্য প্রকাশিত আইসিসি টি-টোয়েন্টি ব়্যাঙ্কিংয়ে বাবর সকলকে পিছনে ফেলে এক নম্বর স্থান দখল করে নিয়েছেন।
বহুদিন ধরেই ডেভিড মালান বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি পুরুষ ব্যাটার ছিলেন। তবে চলতি বিশ্বকাপে তাঁর হতশ্রী ফর্ম এবং বাবরের ততোধিক ভাল ফর্মের জেরে পাকিস্তান অধিনায়র এক ধাপ এগিয়ে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে নিজের জায়গা করে নিলেন।







বাবরের সংগ্রেহ রয়েছে মোট ৮৩৪ পয়েন্ট। তাঁর থেকে অনেকটাই কম ৭৯৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রেয়েছেন মালান। বাবারের সতীর্থ মহম্মদ রিজওয়ানের অবশ্য কোনো উন্নতি বা অবনতি কিছুই হয়নি, তিনি ৭৩১ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছেন।
রিজওয়ানের পরেই পাঁচ নম্বরে নিজের জায়গা ধরে রেখেছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। তাঁর সংগ্রহ ৭১৪ পয়েন্ট। বিশ্বকাপের দুই ম্যাচের মধ্যে এখটি অর্ধশতরান করেছেন বিরাট।







তবে লোকেশ রাহুল এখনও বিশ্বকাপের মঞ্চে নিজের দাঁত ফোঁটাতে ব্যার্থ হয়েছেন। তা সত্ত্বেও ৬৭৮ পয়েন্ট নিয়ে আট নম্বরে নিজের জায়গা ধরে রেখেছেন তিনি।
প্রথম ১০ ব্যাটারদের তালিকায় আর কোনো ভারতীয় নেই। তবে এবারের প্রকাশিত ব়্যাঙ্কিংয়ে সবথেকে উন্নতি করেছেন জোস বাটলার। আট ধাপ এগিয়ে নয়ে রয়েছেন তিনি। অ্যারন ফিঞ্চ তিন ধাপ এগিয়ে তিন নম্বরে উঠে এসেছেন।






