টি টোয়েন্টি ক্রিকেটে এক মাত্র ক্রিকেটার হিসেবে নতুন ইতিহাস করলেন ডোয়েন ব্র্যাভো

টি টোয়েন্টির সাম্রাজ্যে নতুন ইতিহাস তৈরি করলেন চেন্নাই সুপার কিংসের ডোয়েন ব্র্যাভো। শুক্রবার চেন্নাই সুপার কিংসের হয়ে ২০২১ সালের আইপিএল চ্যাম্পিয়ন হয়ে টি টোয়েন্টি ক্রিকেটে নতুন কৃতিত্ব অর্জন করলেন ব্র্যাভো।

চলতি মরশুমে আইপিএল ফাইনালে চেন্নাই জিততেই ডোয়েন ব্র্যাভো তাঁর কেরিারের ১৬তম টি২০ ট্রফি জিতলেন।

আইপিএল ২০২১-এর ফাইনালের আগে পর্যন্ত ব্র্যাভো এবং পোলার্ড এই দুই ক্যারিবিয়ান ক্রিকেটারই ১৫টি করে টি২০ ট্রফি জিতেছিলেন।

তাই এদিন ট্রফি জিতে পোলার্ডকে টপকে ব্র্যাভোর মন্তব্য এই খবর নিজে পোলার্ডকে ফোন করে জানাবেন।

তবে এই কৃতিত্বের তালিকায় দুই ক্যারেবিয়ান তারকার পরেই অর্থাৎ তৃতীয় স্থানে রয়েছেন পাকিস্তানের শোয়েব মালিক, তিনি জিতেছেন ১২টি ট্রফি।

ভারতের রোহিত শর্মা ৫টি আইপিএল ট্রফি সহ ১০টি ট্রফি জিতেছেন। শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা জিতেছেন ৯টি টি২০ ট্রফি।

আইপিএল ২০২১ চ্যাম্পিয়ন হওয়ার পরে ব্র্যাভো জানিয়েছেন, ফোন খুলে প্রথমেই তিনি কায়রন পোলার্ডকে ফোন করে জানাবেন যে তিনি ১৬তম ট্রফি জিতেছেন।

তিনি আরও জানিয়েছেন ফাইনালে একেবারেই দুশ্চিন্তায় ছিলেন না তিনি। টুর্নামেন্টের বিভিন্ন পর্যায়ে সিএসকে ভালো পারফর্ম করেছে।

বিশেষ করে ফাফ ডু’প্লেসিস এবং রুতুরাজ গায়কোয়াড। কেকেআর-এর বিরুদ্ধে সিএসকের জয়ের বিষয়ে ব্র্যাভো বলেছেন, অভিজ্ঞতা সবসময় তারুণ্যকে হারায়।

ইতিহাস সৃষ্টি করে ব্র্যাভো মজা করে বলেছেন, ‘মিস্টার চ্যাম্পিয়ন’ থেকে তিনি এবার নিজের নাম ‘স্যার চ্যাম্পিয়ন’ করবেন।

আইপিএল ক্যারিয়ারের ১৫০ তম ম্যাচ খেলে ডোয়েন ব্র্যাভো বোলিং-এও এক কৃতিত্ব অর্জন করেন। আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সফল বোলারও হয়েছেন তিনি।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *