টি২০ বিশ্বকাপের আগে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার সাথে খেলবে ভারত, ম্যাচের সময় সূচি প্রকাশ

আগামী ২৪ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু করবে ভারত। মূল আসরের আগে বিরাট কোহলির দল ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে।

এই বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় বেশ কয়েকটি সংবাদমাধ্যম। ১৮ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের ঝালাই করে নেবে ভারত। আর ২০ অক্টোবর তারা খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে।

ভারতের এই দুটি প্রস্তুতি ম্যাচ খেলার বিষয়টি ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে নিশ্চিত করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) একটি সূত্র।

সেই সূত্রের ভাষ্যমতে, ‘হ্যা ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে লড়বে ভারত এবং ম্যাচগুলো স্টারে সম্প্রচার হবে।’

গত ৮ সেপ্টেম্বর আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা করেছেন বিসিসিআইয়ের নির্বাচকরা।

দলে চমক হিসেবে রাখা হয়েছে রবীচন্দ্রন অশ্বিনকে। ২০১৭ সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন এই ভারতীয় স্পিনার।

মূলত অভিজ্ঞতার ঝুড়ি ভারি করতেই তাকে দলে নিয়েছে ভারত। বিশ্বকাপ দলে জায়গা হয়নি যুবেন্দ্র চাহালের। এই বিশ্ব আসরের ভারতের মেন্টর হিসেবে রাখা হয়েছে সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে।

বিশ্বকাপের মূল আসরে ভারত খেলবে গ্রুপ ‘২’ এ । যেখানে তাদের প্রতিপক্ষ আফগানিস্তান, নিউজিল্যান্ড ও পাকিস্তান। তাদের সঙ্গে যোগ দেবে বাছাই পর্বে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়নরা।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *