টি২০ তে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েও স্কোয়াড থেকে বাদ, নির্বাচকদের একহাত নিলেন যুজবেন্দ্র চাহাল

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে যুজবেন্দ্র চহালকে বাদ দেওয়ার পরেই ভারতীয় নির্বাচকরা জানিয়েছিলেন, চহালের বলের গতি কম।

সংযুক্ত আরব আমিরশাহির পিচে আরও দ্রুত বল করতে পারা স্পিনার চাইছিলেন তাঁরা। সে কারণেই রাহুল চাহারকে দলে নেওয়া হয়েছে।

দল নির্বাচনের পরে একাধিক বার তিনি মুখ খুলেছেন। সম্প্রতি ফের নির্বাচকদের ঘুরিয়ে একহাত নিলেন চহাল। প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়ার একটি টুইটের উত্তর দিতে গিয়ে তিনি মুখ খুলেছেন।

টুইটারে আকাশ লিখেছিলেন,

‘গত বার আইপিএল-এর প্রথম ৩০টি ম্যাচ থেকে কিছু বিষয় লক্ষ্য করেছিলাম। এ বারও মনে হয় সেগুলো দেখা যেতে পারে:

১. টসে জিতে প্রথমে ব্যাট নাও।

২. মিডিয়াম পেসারের বদলে সঠিক জোরে বোলার নাও।

৩. পাওয়ার প্লে ওভারে সাবধানে ব্যাট করো।

৪. দ্রুততম স্পিনাররা ফের প্রভাব ফেলতে পারে।

আপনারা একমত’?

এই টুইটেরই উত্তর দিতে গিয়ে চহাল লিখেছেন, ‘দ্রুততম স্পিনার ভাই’? লেখার পরে অট্টহাসির একটি ইমোজিও ব্যবহার করেছেন চহাল।

অর্থাৎ তিনি শুধু ভারতীয় বোর্ডকেই একহাত নেননি, ঘুরিয়ে আকাশকেও কটাক্ষ করেছেন। উল্লেখ্য, ভারতের হয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে সর্বোচ্চ উইকেটশিকারী চহালই।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *