টানা ৪ ম্যাচ হেরে পয়েন্ট টেবিলে কলকাতার অবস্থান

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্দশ আসরের ১৮তম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে ৬ উইকেটে হারিয়েছে রাজস্থান রয়্যালস। পঞ্চম ম্যাচে এটি রাজস্থানের দ্বিতীয় জয়।

পরাজয়ের গ্লানি এড়াতে মরিয়া কলকাতা নাইট রাইডার্স চতুর্থ ম্যাচে সাকিব আল হাসানকে একাদশ থেকে ছাঁটাই করে সুযোগ দিয়েছিল সুনীল নারাইনকে। তবে নারাইনকে নিয়েও টানা দুই ম্যাচ হেরেছে দলটি।

প্রথম ম্যাচ জয়ের পর এ নিয়ে টানা চারটি ম্যাচ হারল কলকাতা। এই হারে সাথে সাথে পয়েন্ট টেবিলের তলানিতে চলে গেছে কলকাতা নাইটসরা।

ব্যাট হাতে জ্বলে উঠতে না পারলেও বল হাতে নারাইন ছিলেন আঁটসাঁট। ৪ ওভার বল করে খরচ করেছেন ২০ রান। রাজস্থান অধিনায়ক সাঞ্জু স্যামসনের সাবধানী ব্যাটিং কলকাতাকে অবশ্য জয়ের সুযোগ দেয়নি।

স্যামসনের ৪১ বলে অপরাজিত ৪২ রানের পাশাপাশি দলের জয়ের পথ সুগম করেছে ডেভিড মিলারের ২৩ বলে ২৪ এবং যশস্বী জাইসওয়াল ও শিভম দুবের ২২ রানের ইনিংস দুটি। রাজস্থান জয় পায় ৭ বল ও ৬ উইকেট হাতে রেখেই।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৩৩ রান জড়ো করে কলকাতা। ক্রিস মরিস, মুস্তাফিজুর রহমানদের বোলিং তোপে অসহায় ছিলেন কলকাতার ব্যাটসম্যানরা।

২৩ রানের খরচায় চারটি উইকেট শিকার করেন মরিস। ২২ রান দিয়ে ১ উইকেট শিকার করা মুস্তাফিজ ছিলেন দারুণ কার্যকরী।

সংক্ষিপ্ত স্কোর

টস : রাজস্থান রয়্যালস

কলকাতা নাইট রাইডার্স : ১৩৩/৯ (২০ ওভার)

ত্রিপাঠি ৩৬, কার্তিক ২৫, রানা ২২

মরিস ২৩/৪, মুস্তাফিজ ২২/১, উনাদকাট ২৫/১

রাজস্থান রয়্যালস : ১৩৪/৪ (১৮.৫ ওভার)

স্যামসন ৪২*, মিলার ২৪* জাইসওয়াল ২২, দুবে ২২

বরুণ ৩২/২, মাভি ১৯/১

ফল : রাজস্থান রয়্যালস ৬ উইকেটে জয়ী।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *