টানা ব্যর্থ হওয়ার পরেও যে ১ জন ক্রিকেটারে উপড় ভরসা রাখছে দীনেশ কার্তিক

অস্ট্রেলিয়ার মাটিতে নিজেকে প্রমাণ করেছিলেন ভারতের তরুণ উইকেটরক্ষক ঋষভ পন্ত। কিন্তু চলতি ইংল্যান্ডি সিরিজে নিজেকে তুলে ধরতে পারেননি ঋষভ।

তাঁর বিগ হিটিং মেজাজের ফলে এখনও ব্যাটে রান পাননি তিনি। নটিংহ্যাম টেস্ট তারপরে লর্ডস টেস্টে দলের বাকি সতীর্থরা নিজেদের পারফরমেন্স দিয়ে ম্যাচে ভারতকে এগিয়ে দেওয়ায়, পন্তের পারফরমেন্স সেভাবে চোখে পড়েনি।

কিন্তু লিডসে টিম ইন্ডিয়া হারতেই পন্তের পারফরমেন্সের উপর সমালোচকদের বাড়তি নজরগেছে। যার ফলে এ বার প্রশ্নের মুখে পড়তে হচ্ছে পন্তকে। যে কারণে দিনে দিনে বেশ চাপে পড়ে যাচ্ছেন ঋষভ।

এমন অবস্থায় জুনিয়ারের পাশে দাঁড়ালেন তাঁর সিনিয়র ক্রিকেটাররা। ঋষভ পন্তের হয়ে গলা ফাটালেন টিম ইন্ডিয়ার আর এক উইকেটরক্ষক দীনেশ কার্তিক।

ঋষভ পন্তের খেলার স্টাইল নিয়ে বলতে গিয়ে তিনি জানান, ‘পন্ত তার বেশিরভাগ রান এইভাবে পেয়েছেন, অস্ট্রেলিয়ায় তিনি প্রচুর রান পেয়েছেন এবং আপনাকে তাকে সময় দিতে হবে এবং তাকে নিজের খেলার জন্য জায়গা দিতে হবে।

আমি মনে করি না যে সিরিজের মাঝামাঝি সময়ে এসে তার কিছু পরিবর্তন করার দরকার আছে। এই অবস্থার সঙ্গে কীভাবে লড়াই করতে হয় তা পন্ত ভালো করেই জানেন। তিনি একজন ম্যাচ-উইনার এবং আমি বিশ্বাস করি সে ভালো ভাবেই ফিরে আসবে।’

তবে পন্তের শট নির্বাচনের ব্যাপারে একটু সতর্ক হওয়ার পরামর্শ দিলেন ভারতের আর এক প্রাক্তন উইকেটরক্ষক দীপ দাশগুপ্ত।

তিনি জানিয়েছেন, ‘এটা গুরুত্বপূর্ণ যে পন্তের চিন্তাধারা প্রক্রিয়াটি বিভ্রান্ত হয় না। যদি পন্ত এক ইনিংসে যেতে পারেন, তাহলে তিনি সম্ভবত আপনাকে টেস্ট ম্যাচ জেতাতে পারেন … তাই আপনাকে তার সঙ্গে সেই সামান্য সুযোগটা নিতেই হবে।

কিন্তু এটা বলতে চাই, ঋষভ পন্ত এখনও তার শট-নির্বাচনের ব্যাপারে একটু সতর্ক হওয়ার চেষ্টা করতে পারেন।’

Related Posts

One thought on “টানা ব্যর্থ হওয়ার পরেও যে ১ জন ক্রিকেটারে উপড় ভরসা রাখছে দীনেশ কার্তিক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *