ইতিহাসটা নতুন করে লিখেছে অস্ট্রেলিয়া। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে দলটি। তাতে সব মিলিয়ে ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা ঘরে তুলেছে অজিরা। এরপরই মেতে উঠেছে অদ্ভুত উল্লাসে। ড্রেসিং রুমে দলটির উদযাপনের অনুষঙ্গ হিসেবে ছিল মদ, আর সেটা তারা পান করেছেন নিজেদের জুতোয় নিয়ে!
তবে টি-টোয়েন্টির নতুন বিশ্বচ্যাম্পিয়নদের এমন উদযাপন মোটেও পছন্দ হয়নি পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতারের। আলোচিত এই ক্রিকেট ব্যক্তিত্ব টুইটারে রাখঢাক না রেখেই এমন উদযাপনকে ‘জঘন্য’ বলে আখ্যায়িত করেছেন। আইসিসির পোস্ট করা অজিদের উদযাপনের এক ভিডিওতে দেখা যায়, শিরোপা নিয়ে ড্রেসিংরুমে নাচ-গানে মত্ত অস্ট্রেলীয় ক্রিকেটাররা। এ সময় ম্যাথু ওয়েড তার পা থেকে শ্যু খুলে তাতে বিয়ার ঢালেন। তারপর সেই বিয়ারই গলধঃকরণ করেন।
শুধু ওয়েডই নন, এমন বিশেষ উদযাপনে অংশ নেন মার্কাস স্টয়নিসও। স্টয়নিস ওয়েডের জুতা থেকেই বিয়ার পান করেন। শোয়েবের কাছে বেশ উদ্ভট ঠেকেছে এই উদযাপন। এক টুইট বার্তায় তিনি লিখেছেন, ‘উদযাপনের জঘন্য একটি উপায়। তাই না?’