জাদেজা-অশ্বিন ফুদিয়ে থামিয়ে দিলো নামিবিয়া কে, ভারতীয় ক্রিকেটারদের কালো আর্মব্যান্ড পরার কারণ কী?

টি ২০ বিশ্বকাপে সুপার টুয়েলভে গ্রুপ ২-এর নিয়মরক্ষার ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে নামিবিয়া তুলল ৮ উইকেটে ১৩২ রান। রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন তিনটি করে উইকেট নিয়েছেন।

জসপ্রীত বুমরাহ পেয়েছেন দুটি উইকেট। আজকের দুবাইয়ের উইকেটকে আগের ম্যাচগুলির তুলনায় ভালো বলে উল্লেখ করেছেন অশ্বিন।

অধিনায়ক হিসেবে ৫০তম তথা শেষবার টি ২০ আন্তর্জাতিক খেলছেন বিরাট কোহলি। আজ টস জিতে তিনি ফিল্ডিং নিয়েছিলেন। প্রথম ৬ ওভারে নামিবিয়ার স্কোর ছিল ২ উইকেটে ৩৪। ৪.৪ ওভারে ৩৩ রানের মাথায় মাইকেল ভ্যান লিঞ্জেনকে আউট করেন মহম্মদ শামি।

৫.৩ ওভারে শূন্য রানে রবীন্দ্র জাদেজার শিকার হন ক্রেগ উইলিয়ামস। ৯.১ ওভারে ৪৭ রানের মাথায় চতুর্থ উইকেট হারায় নামিবিয়া। এরপর নিয়মিত ব্যবধানে উইকেট হারানোয় বড় রান তুলতে পারেনি জেরার্ড এরাসমাসের দল। ২৫ বলে সর্বাধিক ২৬ রান করেন ডেভিড উইসে। স্টিফেন বার্ড করেন ২১।

অধিনায়ক এরাসমাস আউট হন ১২ রানে। জান ফ্রাইলিঙ্ক ১৫ বলে ১৫ ও রুবেন ট্রাম্পেলম্যান ৬ বলে ১৩ রানে অপরাজিত থাকেন। মহম্মদ শামি ১৮তম ওভারে ১২ ও ২০তম ওভারে ১৩ রান দেন। শামি চার ওভারে ৩৯ রান দিয়ে কোনও উইকেট পাননি। জসপ্রীত বুমরাহ ৪ ওভারে ১৯ রানের বিনিময়ে দুটি উইকেট পান।

তবে নামিবিয়া ব্যাটাররা প্রথমবার ভারতের বিরুদ্ধে খেলতে নেমে অসুবিধায় পড়েন স্পিনারদের সামলাতে গিয়ে। রবীন্দ্র জাদেজা ৪ ওভারে ১৬ রান দিয়ে তিনটি উইকেট নেন। রবিচন্দ্রন অশ্বিন ৪ ওভারে ২০ রান খরচ করে নেন তিন উইকেট। বরুণ চক্রবর্তীর বদলে সুযোগ পেয়ে অবশ্য হতাশই করলেন রাহুল চাহার। তিনি চার ওভারে ৩০ রান দিয়ে কোনও উইকেট পাননি। বোলিং করানো হয়নি হার্দিক পাণ্ডিয়াকে দিয়ে।

এদিন, ভারতীয় ক্রিকেটাররা কালো আর্মব্যান্ড পরে খেলছেন প্রয়াত দ্রোণাচার্য কোচ তারক সিনহার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে। তারক সিনহার ছাত্র ঋষভ পন্থ ভারতের বিশ্বকাপ দলে রয়েছেন। তিনি ছিলেন দিল্লির সনেট ক্লাবের প্রতিষ্ঠাতা।

তারক সিনহার প্রশিক্ষণপ্রাপ্ত বহু ক্রিকেটার দিল্লি দলে সুযোগ পেয়েছেন। ভারতের টেস্ট দলে খেলেছেন তাঁর ডজনখানেক ছাত্র। তিনি বলতেন, আমার ছাত্ররা খেলে, আমি নিজেকে কোচ বলে ভাবি না।

তাঁর প্রশিক্ষণপ্রাপ্ত ক্রিকেটারদের দীর্ঘ তালিকায় উল্লেখযোগ্য নাম সুরিন্দর খান্না, সঞ্জীব শর্মা, মনোজ প্রভাকর, প্রয়াত রমন লাম্বা, কেপি ভাস্কর, অজয় শর্মা, অতুল ওয়াসন, আকাশ চোপড়া, অঞ্জুম চোপড়া, রুমেলি ধর, আশিস নেহরা, শিখর ধাওয়ান, ঋষভ পন্থ, নীতীশ রানা প্রমুখ।

২০১৮ সালে তারক সিনহাকে জীবনকৃতী দ্রোণাচার্য পুরস্কার প্রদান করা হয়েছিল। শনিবার তারক সিনহার প্রয়াণে শোকের ছায়া নেমে আসে ভারতের ক্রিকেট মহলে। ঋষভ পন্থ টুইটে লিখেছিলেন, তিনি যখনই খেলতে নামবেন তখনই তারক স্যর তাঁর সঙ্গে রয়েছেন বলে অনুভব করবেন। তারক সিনহাকে বীরেন্দ্র শেহওয়াগ, আকাশ চোপড়া ডাকতেন উস্তাদজি হিসেবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *